বিনোদন
মেগাস্টার বিতর্কে যা বললেন জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবার
শাকিব খানকে ‘মেগাস্টার’ উপাধি দেয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘মেগাস্টার’ শব্দটি তার কানে ভালো শোনায় না। এরপর সেই মন্তব্য নিয়ে শুরু হয় হইচই। সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের ভক্তরা জাহিদ হাসানকে নিয়ে কটূক্তিও করেছেন। এবার বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিজেই তো ছোট মানুষ। তাকে ছোট করতে যাবো কেন! আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বোঝাতে পারিনি। এ ছাড়া তিনি আরও বলেন, আমি কাউকে ছোট করতে চাইও না, আমি পাগল নাকি! আমি নিজেই মানুষ হিসেবে অনেক ছোট। আর আমাদের শাকিব তো আমাদেরই সম্পদ। আমাদের তার পাশে থাকতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা কখনোই উচিত নয়। তার মতে, কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। এই পৃথিবীতে কেউ পারেনি। আমাদের নিজেদের শিল্পীদের প্রতি ভালোবাসা এবং সম্মান ধরে রাখতেই হবে। তিনি বুঝিয়েছেন, কাউকে হেয় করা তার উদ্দেশ্য ছিল না। বরং তিনি বোঝাতে চেয়েছেন, ‘যে নাম নিজেই অনেক বড়, তার আগে বাড়তি কোনো বিশেষণ দেয়ার প্রয়োজন পড়ে না। যেমন- টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা। তাদের নামই যথেষ্ট। এটাই বোঝাতে চেয়েছি। হয়তো অনেকে ভুল বুঝে কষ্ট পেয়েছেন।