ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

লাফিয়ে বাড়ছে ডেঙ্গু

স্টাফ রিপোর্টার
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এবার ঢাকার বাইরে উপকূলীয় জেলা বরগুনায় বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এ সময়ে 
সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন রোগী। যা এবছরে একদিনে সর্বোচ্চ সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন।  জুলাইয়ের এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬৭ জন।  জুলাই  মাসে মারা গেছেন ৬ জন। 
বিশেষজ্ঞরা বলছেন, আগামী আগস্ট ও  সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই এখনই নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। 

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, ময়মনসিংহে দশজন, রংপুরে তিনজন এবং সিলেটে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪১১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৪০৯ জন। চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। ২০২৩ সালে সারা দেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status