ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

বিতর্কে কমালার পরিহিত কানের দুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ!

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে। বিশেষ করে কমালার অগ্নিঝরা বিতর্কে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে তার সমর্থকরা। অন্যদিকে তার নিন্দুকেরাও কম জান না। সামাজিক যোগাযোগমাধ্যমে কমালাকে ঘিরে একটি বিষয় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে বিতর্কের পর অনেক এক্স ব্যবহারকারী কমালার কানের দুলের উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন। তাদের সন্দেহ কমালা কানে যে দুল পড়েছিল তা ইয়ারফোন হতে পারে। তারা বলতে চাইছে বিতর্কের সময় সহায়তা পেতেই কানের দুল সদৃশ ইয়ারফোন ব্যবহার করেছিল কমালা। কমালার কানে যে দুল ছিল তা দেখতে অনেকটা নোভো এইচ-১ অডিও কানের দুলের মতো বলে কমালার সমালোচকদের ধারণা। এইচ-১ ওয়্যারলেস ইয়ারফোন হিসেবে কাজ করে। এই ইয়ারফোন এমনভাবে ডিজাইন করা যা দেখলে মনে হবে কানের দুল। এক্সের এক ব্যবহারকারী তার টাইমলাইনে লিখেছেন, কমালা হ্যারিস এবিসি আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পকে পরাজিত করতে কানের দুল সদৃশ এয়ারফোন ব্যবহার করেছেন।

তার এই পোস্টে আরেক ব্যক্তি মন্তব্য করেছেন, আমি মনে করি কমালা আজ রাতে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে একটি দুর্দান্ত কাজ করেছেন, যিনি নিজেকে একজন দুর্দান্ত বক্তা এবং বিতার্কিক মনে করেন। কিন্তু তার কানের দুল আমাকে অনেক আগ্রহী করেছিল। হয়তো কানের দুলের মতো দেখতে ইয়ারফোন তাকে কারিগরি সহায়তা দিয়েছে। এদিকে অন্য আরেক ব্যক্তি ওই পোস্টের মন্তব্যঘরে লিখেছেন, কমালা যে কানের দুল পরেছেন তা টিফানি হার্ডওয়্যার মুক্তার দুল হতে পারে। সূক্ষ্ম ডিজাইনের পার্থক্যগুলো নির্দেশ করে যে এটি নোভা এইচ -১ ইয়ারফোন থেকে আলাদা। আরেক এক্স ব্যবহারকারী টিফানি কানের দুলের একটি ছবি শেয়ার করেছেন যা কমালার কানের দুলের সাথে মিল রয়েছে। কেউ কেউ উল্লেখ করেছেন, ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী প্রায়শই আলফা কাপা বা আলফা সরোরিটির মুক্তার কানের দুল পরেন। বিভিন্ন পাবলিক ইভেন্টে তার অনুরূপ মুক্তার কানের দুল পরা ছবি থেকে এ বিষয়টি স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন সত্ত্বেও কমালা হ্যারিস বিতর্কের সময় সহায়তা পেতে ইয়ারফোন ব্যবহার করেছিলেন এমন কোনো প্রমাণ নেই।

সূত্র: এনডিটিভি

পাঠকের মতামত

ভারতীয় মিডিয়ার কাজ হলো ছিদ্রান্বেষণ করা এবং বিতর্কের জন্ম দেওয়া। মানবজমিনের মতো একটি গ্রহণযোগ্য পত্রিকার উচিৎ ওদের অনুসরণ না করা।

শেখ নিজাম উদ্দিন আহম
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৩০ অপরাহ্ন

ধনী দেশ গরীব দেশ মানুষের মধ্যে একই ধরনের চরিত্রের মিল দেখা যায়। রিপাবলিকানের সমর্থকের কমলা হেরিসকে সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য এমন বলছেন।

শহিদুল ইসলাম
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:২০ অপরাহ্ন

গুজব সারা দুনিয়াতেই আছে। বুদ্ধির দৌড়ে যখন হেরে যায় তখন গুজব বা শক্তি প্রয়োগের পথে কিছু মানুষ যায়।

Harun Rashid
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:০১ অপরাহ্ন

গুজব পার্টির লোকজন দেখি আমেরিকাতেও আছে তবে আমি নিশ্চিত আমাদের মতন ওরা স্ট্রং না, হা হা।

Noman Hasan
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৩ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান/ সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status