বিশ্বজমিন
ট্রাম্প শিবিরে উল্লাস, ভাষণ দেবেন না কমালা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০২ পূর্বাহ্ন
ক্রমশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প। তিনি ফ্লোরিডায় পাম বিচ কনভেনশনে শিগগিরই পৌঁছাবেন। সেখানে উল্লসিত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেয়ার কথা তার। অন্যদিকে দৃশ্যত পরাজয়ের পথে হাঁটা ডেমোক্রেট কমালা হ্যারিস তার নির্বাচনী রাতের ভাষণ বাতিল করেছেন। তার নির্বাচনী কো-চেয়ার সেড্রিক রিচমন্ড বলেছেন, মঙ্গলবার দিবাগত রাতে আপনারা ভাইস প্রেসিডেন্ট কমালার বক্তব্য শুনতে পাবেন না। আগামীকাল বুধবার তিনি কথা বলবেন।
ওদিকে ইলেকটোরাল কলেজ ভোটে ২৪৭ এ এগিয়ে থেকে রিপাবলিকানদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ দুটি সুইং স্টেট জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প। বাকি ৫টির বেশির ভাগেই এগিয়ে আছেন। এই দুটি সুইং স্টেটে জয়ী হয়ে কমালা হ্যারিসের জয়ের পথকে অনেক সংকীর্ণ করে দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।
দৃশ্যত, ৭৮ বছর বয়সী ট্রাম্প হোয়াইট হাউসের চাবি হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। শুধু তা-ই নয়, একই সঙ্গে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণও পেয়েছে তার দল। ডেমোক্রেটদের কাছ থেকে দুটি আসন কেড়ে নিয়ে তারা এখন সংখ্যাগরিষ্ঠ সিনেটে। এর ফলে সিনেট প্রেসিডেন্ট হলে তার শক্তি আরও বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে টার্গেট করে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস তীব্র প্রচারণাচালিয়েছেন। তা সত্ত্বেও তিনি ভাল পারফরমেন্স করতে পারছেন না। এমন ফল আসার প্রেক্ষিতে তার প্রচারণা টিম ওয়াশিংটন ডিসিতে পূর্ব পরিকল্পিত ‘ওয়াচ পাটি’ থেকে নিজেদের বিরত রেখেছে। ফ্লোরিডায় ট্রাম্পের প্রচারণা টিমের মুখপাত্র জ্যাসন মিলার নির্বাচনের ফলকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। বলেছেন, ফল অব্যাহতভাবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে যাচ্ছে। ফলে দ্রুততার সঙ্গে বাজারে এর প্রভাব পড়ছে। ডলারের দাম বাড়ছে। বিটকয়েন সর্বোচ্চ দামে উঠেছে।
ফিলিস্তিনিদের জাতিগত নিধনজজ্ঞ ডেমোক্রেটদের ডুবিয়েছে। তাছাড়া আমেরিকানরা একজন নারীকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নেওয়ার পর্যায়ে এখনো পৌঁছেনি! আমেরিকানরা আশাবাদী ছিলেন যদি ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে জয়ী হতে পারেন তবে অর্থনীতি চাঙ্গা হতে পারে!