বিশ্বজমিন
টেক্সাসে আকস্মিক বন্যায় ২৪ মৃত্যু, নিখোঁজ ২৫ কিশোরী
মানবজমিন ডেস্ক
(২১ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের মতে, এখনও পর্যন্ত একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ২৩ থেকে ২৫ জন কিশোরী নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রাণপণ তল্লাশি অভিযান চলছে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াডালুপে নদীর পানি ২৬ ফুট উচ্চতায় উঠে যায়, যা এক বিধ্বংসী বন্যায় রূপ নেয়। তিনি বলেন, এটি ছিল একটি ভয়াবহ ও ধ্বংসাত্মক বন্যা। ‘ক্যাম্প মিস্টিক’ নামের একটি গ্রীষ্মকালীন শিবিরে থাকা শিশুদের মধ্যে একটি বড় অংশ এখনও নিখোঁজ। টেক্সাস পার্ক রেঞ্জাররা জানিয়েছেন, তারা ইতিমধ্যে ক্যাম্পে পৌঁছে কিছু শিশুদের উদ্ধার শুরু করেছে। তবে এখনো উল্লেখযোগ্য সংখ্যক কিশোরী অনুপস্থিত রয়েছে।
টেক্সাস মেজর জেনারেল থমাস সুয়েলজার জানিয়েছেন, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পাঁচটি হেলিকপ্টার এবং প্রশিক্ষিত রেসকিউ সাঁতারুরা। এছাড়াও, উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক যানবাহনের সাহায্যে বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট এক সংবাদ সম্মেলনে এই বন্যাকে ব্যতিক্রমী বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অনেক মানুষ এক নজিরবিহীন দুর্যোগের কবলে পড়েছেন। আমাদের প্রয়োজন একটি শক্তিশালী ও সমন্বিত প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, আমরা স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে মিলে কাজ করছি যাতে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা যায়।