ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

নেতানিয়াহু সরকারের আমলে পশ্চিম তীরে ইহুদি বসতি বেড়েছে ৪০ শতাংশ

মানবজমিন ডেস্ক

(১৯ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৯ অপরাহ্ন

mzamin

ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি সংবাদ সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ২০২২ সালে নেতানিয়াহু সরকার গঠনের পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনের সংখ্যা ১২৮ থেকে বেড়ে ১৭৮ এ দাঁড়িয়েছে। যা আগের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি নেতানিয়াহুর লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী ও নেসেট স্পিকার আমির ওহানা অধিকৃত অঞ্চলটি আরও বাড়ানোর প্রস্তাব দিয়ে একটি চিঠি দিয়েছেন। ইসরাইলি কট্টরপন্থি নেতা মেইর দিউৎশ বলেছেন, এর আগে কোনো সরকার বসতি স্থাপনের বিষয়ে এত উৎসাহ দেয়নি। বর্তমান সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০ টি নতুন বসতি স্থাপনের ঘোষণা দেয়া হয়েছে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ১৯টি বসতি ইতিমধ্যে বিদ্যমান, সাতটি চারণভূমি, ১৪টি মহল্লা এবং সাতটি কাগজে কলমে আছে। ২০২৪ সালের শেষ নাগাদ অবৈধ বসতি স্থাপনের সংখ্যা ২১৪ তে পৌঁছেছে। এর মধ্যে ৬৬টি গাজা যুদ্ধে ইসরাইলি গণহত্যার সময় প্রতিষ্ঠিত হয়। চ্যানেলটির তথ্য অনুযায়ী, ৪১ হাজার ৭০৯টি নতুন বাড়ির অনুমোদন দেয়া হয়েছে। যা নেতানিয়াহু সরকারের আগের ছয় বছরের সংখ্যার চেয়ে অনেক বেশি। বলা হয়েছে, ২০১৩-২০২৩ পর্যন্ত অবৈধ বসতি স্থাপনকারীর সংখ্যা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৭৪ হাজার থেকে ৫ লাখ ১৭ হাজারে পৌঁছেছে। কয়েক ডজন নতুন বসতি স্থাপনের পাশাপাশি পশ্চিম তীরে বিদ্যমান বসতিগুলোতে নির্মাণ কাজ গত আড়াই বছরে রেকর্ড ভেঙেছে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status