বিশ্বজমিন
যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত হামাস
মানবজমিন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৯ অপরাহ্ন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত। হামাস মিত্র ইসলামিক জিহাদ বলেছে, তারা গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি হবে এমন নিশ্চয়তা দাবি করেছে তারা। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে এবং অন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর ওই ঘোষণা আসে।
এদিকে যুদ্ধ বন্ধে জোর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতিতে হামাসের ইতিবাচক মনোভাব একটি ভালো দিক। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। অন্যদিকে শুক্রবার মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৮ ফিলিস্তিনি। এছাড়া গাজার শহরের জেইতুন এলাকায় আল-শাফি স্কুলে হামলা চালিয়েছে দখলদাররা। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আহত অনেকে। গাজার মধ্যাঞ্চলের মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত কমপক্ষে ২ ফিলিস্তিনি। গাজা যুদ্ধে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ২৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত
ফিলিস্তিনিদের বাসা বাড়ির অবস্থা দেখে এখন মনে হচ্ছে হামাস তার কাংখিত লক্ষ্যে পৌঁছে গেছে।তাই যুদ্ধ বিরতি চাচ্ছে।জিম্মি এখন গলার কাটা।না পারছে গিলতে,না পারছে উগ্রে দিতে।কিন্তু কি উদ্দেশ্য ছিলো ইস্রাইলিদের জিম্মি করার?পরিনতি কি হতে পারে ভেবে দেখা হয়নি? এখন তো মনে হচ্ছে হামাস ইস্রাইলের উদ্দেশ্যই বাস্তবায়ন করে যাচ্ছে। ফিলিস্তিনিরা থাকবেনা কিন্তু হামাস থাকবে অন্য কোনো নামে।