ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

মাইকেল কুগেলম্যানের মন্তব্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কঠিন হয়ে পড়তে পারে

মানবজমিন ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

অনানুষ্ঠানিক ফলে ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে। ১লা নভেম্বর টুইটে এমন আভাস দিয়েছেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। তিনি ওই টুইটে আরও বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমি বলেছি, (শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসায়) গতি পেয়েছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক। এই সম্পর্ক বর্তমানে যে পথে আছে যদি যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় ফেরেন তাহলে তা টিকিয়ে রাখা কঠিন হতে পারে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা এক্সে পোস্ট করে এই মন্তব্য করেন কুগেলম্যান। তিনি ট্রাম্পের ওই মন্তব্য সম্পর্কে বলেন, এতে নয়াদিল্লির অবস্থানের প্রতিফলন ঘটেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এই মন্তব্যকে অনুমোদন দেয়নি। একই দিনে একই প্রসঙ্গে আলাদা এক এক্স পোস্টে ট্রাম্পের ওই মন্তব্য সম্পর্কে কুগেলম্যান বলেন, এই মন্তব্যকে ইলেক্টোরাল রাজনীতির প্রেক্ষাপটে দেখা উচিত। নীতিগত প্রভাব উপেক্ষা করা যায় না। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (ট্রাম্পের) এ মন্তব্যকে ভালোভাবে নেবে না। অতীতে ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ড. ইউনূস। ৩১শে অক্টোবর আরেকটি টুইট করেন কুগেলম্যান। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এরই মধ্যে তিন মাস অতিবাহিত করেছে। তারা উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে। জনগণের আকাশচুম্বী প্রত্যাশা তাদের কাছে। জনগণ খুব বেশি করে অবস্থার উন্নতি এবং দ্রুততার সঙ্গে তা চায়। ৩রা নভেম্বর করা পোস্টে তিনি বাংলাদেশকে একটি ‘আউটলায়ার’ হিসেবে আখ্যায়িত করেন। বলেন, এটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মধ্যে একটি দেশ, যেখানে নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্লেখযোগ্যভাবে এবং সম্ভবত ক্ষতিকরভাবে প্রভাবিত হতে পারে। 
 

পাঠকের মতামত

কুগেলী- টাকা চোরদের নিয়ে কিছু ত বলবি না! শ্বেতপত্র দেখে মন্তব্য আশা করে জনগণ

ENAMUL HAQUE
৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:২৪ পূর্বাহ্ন

Please ignore

Anisur Rahman
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৭:২৮ পূর্বাহ্ন

৯০ শতাংশ মুসলিমের এই দেশ আদর্শগতভাবে ইসলামি জীবন ব্যবস্থার উপর চললে কোন বিদেশী শক্তিকে ভয় করতে হবে না। এটি কোন তত্ত্বিয় কথা নয়, ইতিহাসে এর প্রমান রয়েছে। হাসিনার ১৫ বছরের নির্মম শাসনের পরেও যদি বাংলাদেশের মানুষ পথ বেছে নিতে ভুল করে তাহলে সমাধান আসা অনেক দূরের পথ।

নাছের
১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৮:১৫ পূর্বাহ্ন

কুগেলম্যানের বক্তব্য কোন কিছুর ইংগিত বহন করে না। ওর বক্তব্যে বাংলাদেশকে নতজানু করে রাখা রাজনৈতিক দেশদ্রোহী এলিটদের মতামতের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি।

দুর্বাশা দুর্বার
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

এসব দালালদের আমরা ভালো করেই জানি। এরা লবিষ্ট হয়ে কিছু টাকার বিনিময়ে এসব লিখছে। তবে চিরশত্রু ভারত কিছুটা সমস্যা সৃষ্টি করবে তাতে যুক্তরাষ্ট্র সায় দিবে।

মোঃ মনোয়ার হোসেন
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৬ অপরাহ্ন

কুগেলম্যানের নামের শুরুতেই কু। আওয়ামী পাচারের টাকার ভাড়াটে লবিস্ট এইরকম কু-কথাওয়ালার ভাড়ার প্যাচালে বাংলাদেশের কিছু যাবে আসবে না। এরা কাউয়ার মতন কা-কা-ই করে যাবে শুধু। আর বিরক্ত বাংলাদেশিরা শুধু বলবে দূর হ দূর হ!

বাপন
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৭ অপরাহ্ন

কুগেলম্যান কি বলল না বলল তাতে কি আসে যায়। তার বক্তব্য বোঝা যায় বৃহত প্রতিবেশীর দালাল হিসেবেই মন্তব্য করেছে। আমাদের দেশের ভালমন্দ আমরা দেখব। সবার সাথে সম্মানজনক বন্ধুত্ব কোনো শত্রুতা নয়।

রুমেল
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১১ অপরাহ্ন

কুগেলম্যান সম্ভবত আমেরিকা ও ভারতের ১ম পেজটি পড়েছে কিন্ত তার পরের পেজটি পড়েননি। কানাডা তথা ফাইভ আই এর পেজটি পড়লে তার বোধদয় হতো। যে অভিযোগের কোন সত্যটা নেই, সে বিষয়ে আলোচনা মানেই এটা একটা ষড়যন্ত্র। যা বাংলাদেশ সৃষ্টির পর থেকে ভারত করে যাচ্ছে।

Borno bidyan
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:০০ অপরাহ্ন

বাংলাদেশীদের ভাগ্য আমেরিকা বা ভারত নির্ধারণ করার ক্ষমতা রাখে না। তারা শুধু ভালো মন্দের সাথী হতে পারে। বাংলাদেশীরাই তাদের ভাগ্য নির্ধারণ করবে।

মিজান
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৫ পূর্বাহ্ন

কুলাগ ম্যান একটা আওয়ামী ফ্যাসিস্ট টাইপ লবিষ্ট, তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।

Anjam Masud
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৮ পূর্বাহ্ন

কুগেলম্যানের কোন মন্তব্যই সঠিক বলে প্রমানিত হয়নি। সে যা কিসের বিশেষজ্ঞ তা আল্লাহ জানে।

হাসান
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন

এই ভদ্রলোকের কোন মতামতই জন আকাঙ্ক্ষার কাছাকাছি যায় না।

Motahar
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:৪২ পূর্বাহ্ন

36 জুলাইয়ের আন্দোলনে বিশ্বের কোন দেশের অবদান নাই। ডঃ মুহাম্মদ ইউনুস স্যারকে এই স্পিরিট বুঝতে হবে এবং ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

Mahbubul islam
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৪ পূর্বাহ্ন

কুগেলম্যানের মন্তব্য অযাচিত! প্রতিটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক তৈরি হয়। আমেরিকার বিরোধীতা স্বত্বেও ১৯৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাহিরের কারো সহযোগিতা ছাড়াই ৩৬ জুলাই বাংলাদেশ তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে। সুতরাং এই নিয়ে খামাখা ভীতি তৈরি করা হচ্ছে!

হারুন রশিদ মোল্লা
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:২১ পূর্বাহ্ন

কুগলম্যার ফালতু। আওয়ামী লবিষ্ট। ওনার ভবিষ্যতবাণী বাস্তবতা বিবর্জিত।

সংস্কার চাই
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ট্রাম্পের গুরুত্ব কতটুকু বর্তমান পরিস্থিতিতে! যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তখন তাদের কাছে প্রত্যাশা করে কিছু পায়নি!এখন আর কি হতে পারে! বাংলাদেশের জনগণ এক থাকলে হবে!

হোসেন
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:৩৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status