প্রথম পাতা
যুক্তরাষ্ট্রে সরকার বদলে সম্পর্কে বড় পরিবর্তন হবে না
কূটনৈতিক রিপোর্টার
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারযুক্তরাষ্ট্রে সরকার বদল হলেও দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বা নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল সেগুনবাগিচায় অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে উপদেষ্টা এ অভিমত ব্যক্ত করেন। ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা- জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের স্পেকুলেট (অনুমান) করার প্রয়োজন নেই। আগামী দুই-তিন মাস দেখি। দুই মাস সময় তো আছেই। তারপর তিনি দায়িত্ব নেবেন। আমরা অপেক্ষা করবো। দুই-তিন মাস পর যুক্তরাষ্ট্র কীভাবে প্রশাসন চালায় তা দেখেই আমরা সিদ্ধান্ত নিবো। প্রয়োজন মতো সম্পৃক্ত হবো। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। উপদেষ্টা বলেন, ট্রাম্প তো বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো বা খারাপ করবেন। কিছুই তো বলেননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিজয় এবং বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কিত সম্পূরক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ওয়াশিংটনে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দ্বারা নির্ধারিত হয় না। দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাব্য স্থিতিশীলতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয়, তা কিন্তু নয়। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। উপদেষ্টা প্রশ্ন রেখে বলেন, ট্রাম্প কী কোনো সম্পর্ক অবনতির ইঙ্গিত দিয়েছেন? নিশ্চয় না। গত মঙ্গলবার অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান রিপাবলিক্যান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে দায়িত্বভার নিতে যাচ্ছেন তিনি। নির্বাচনের পরপরই ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার নির্বাচনের ফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন- মার্কিন নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নতির শিখরে যাবে। ডেমোক্রেটিক ও রিপাবলিক দুই দলেই ড. ইউনূসের বন্ধু আছে জানিয়ে প্রেস সচিব বলেন, ট্রাম্পের জয়ে সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করি আমরা।
সারা দুনিয়ার তাবত চিন্তাবীদ দের কপালে চিন্তার ভাজ। শুধু চিন্তা করছে না বাংলাদেশ। ব্যাপারটা বড়ই ইন্টারেস্টিং।