ঢাকা, ১৬ জুন ২০২৫, সোমবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

দেশসেরা ক্রিয়েটরদের অ্যাওয়ার্ড দিলো টিকটক

অর্থনৈতিক রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার
mzamin

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘টিকটক ক্রিয়েটরস অ্যাওয়ার্ডস-২০২৪’। বাংলাদেশি ক্রিয়েটরদের ডিজিটাল কনটেন্ট এবং তাদের ব্যতিক্রমী সব কাজ তুলে ধরছে টিকটক প্ল্যাটফরম। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো টিকটকের এই আয়োজনে এই বছর দশটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অফ কনটেন্ট অপারেশনস, পূজা দত্ত বলেন, ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ড আমাদের কমিউনিটির অসাধারণ সৃজনশীলতা ও দক্ষতাকে তুলে ধরে। বিনোদন বা শিক্ষামূলক কনটেন্টের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফরমের গতিশীলতা ও বৈচিত্র্যকে যেই ক্রিয়েটররা তুলে ধরে, আমরা তাদেরকে উৎসাহিত করি। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এই আয়োজন আমাদের এমন প্রচেষ্টারই প্রতিফলন।”
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘ক্রিয়েটরস অফ দ্য ইয়ার ২০২৪’ ক্যাটাগরি। এই বিভাগের অ্যাওয়ার্ডটি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর নাদির (@নাদির অন দ্য গো)। এ ছাড়া, সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন @ গুলফাম শাহানাজানা। সেরা ফ্যাশন ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন @হামজা খান শায়ান এবং সেরা ট্রাভেল ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন মি. মিক্সাররাশিক (@মি. মিক্সারসওয়ার্ল্ড)। অন্যদিকে, শিক্ষামূলক কনটেন্ট বানানোর জন্য কনটেন্ট ক্রিয়েটর স্যাম (@স্যাম জোন অফিসিয়াল)’ পুরস্কার পেয়েছেন। সেরা বিউটি ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন তানিশা তাসনিম (দ্য চার্ম ইনসাইড১৮)। উদীয়মান ক্রিয়েটরদের মধ্যে সেরা হয়েছেন রাফসান আহমেদ (@রাফসান স্পোর্টসবাজ)। সেরা ফুড ক্রিয়েটর ছিলেন সোহেব রহমান (@হ্যাটমান কুকিং) এবং সেরা এন্টারটেইনমেন্ট ক্রিয়েটর হয়েছেন সারওয়ার বাঁধন এবং সাদিয়া রোজা (@সারওয়ার সাদিয়া)। স্পোর্টস নিয়ে সবচেয়ে ভালো কনটেন্ট নির্মাণের জন্য সেরা স্পোর্টস ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ কাওসার বিন মুস্তাফিজ (@নিশ্চুপ শৌভিক)।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status