বিনোদন
রাজশাহী টিমকে উৎসাহ দিতে গান
স্টাফ রিপোর্টার
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার
ফয়সাল বিন আশিকের কথা ও সুরে এবং গোলাম রাব্বী সোহাগের মিউজিকে চলমান বিপিএল ২০২৫-এ দুর্বার রাজশাহীর ফ্যানমেড থিম সং ‘গর্ব রাজশাই’ রিলিজ হয়েছে। গানটি গেয়েছেন শিল্পী ফয়সাল বিন আশিক ও জাহিদ হাসান নিশান। গানটি শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে শোনা ও দেখা যাচ্ছে। মূলত রাজশাহী টিমকে চাঙ্গা করতে ও উৎসাহ দিতেই গানটি করা হয়েছে।
পাঠকের মতামত
গান টি খুব সুন্দর আমি শুনেছি