বিশ্বজমিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন
মানবজমিন ডেস্ক
(৫ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৩ অপরাহ্ন

ইউক্রেনের সঙ্গে বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ায় অভিনন্দন জানিয়ে পুতিন বলেছেন, ‘ইউক্রেন সংঘাত নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক আমরা।’ এছাড়া ইউক্রেনের সঙ্গে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে ‘স্থায়ী শান্তি’ স্থাপনে সমাধান বের করারও দাবি জানিয়েছেন পুতিন। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন পুতিন। সেখানে তিনি ইউক্রেনের সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী সমাধান বের করার দাবি জানিয়েছেন। এছাড়া এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করারও আগ্রহ প্রকাশ করেছেন পুতিন। স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি রাশিয়ার লক্ষ্য না উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিস্থিতির সমাধান প্রসঙ্গে বলতে চাই, কেবল একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি আমাদের লক্ষ্য হওয়া উচিত না। বরং সকল জনগণের বৈধ স্বার্থের প্রতি সম্মান রেখে স্থায়ী শান্তির রাস্তা করা উচিত।’ ট্রাম্পের উদ্দেশ্যে দেওয়া বার্তায় পুতিন জোর দিয়ে বলেন, ‘আমরা অবশ্যই রাশিয়ার স্বার্থ এবং রুশ জনগণের স্বার্থ রক্ষার জন্য লড়াই করব।’