বিনোদন
শুরু হলো ‘ইউনাইটেড স্টেট অব বরিশাল’
স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০২৫, বুধবার
আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ইউনাইটেড স্টেট অব বরিশাল’। গতকাল রাত ১০টা থেকে এটি প্রচার শুরু হয়েছে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হবে মাইদুল রাকিব পরিচালিত এ নাটক। অভিনয়ে যাহের আলভী, মারজুক রাসেল, সেমন্তি সৌমী, শরাফ আহমেদ জীবন, শিবা শানু, মুকিত জাকারিয়া, চাষী আলম, মিহি আহসান, সাদ্দাম মাল, সিয়াম নাসির, পাভেল, তানজীম অনিক প্রমুখ।