শেষের পাতা
প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের ঘোষণা
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রত্যাশীরা। মঙ্গলবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেয়া হয়। তারা বলছেন, যতদিন পর্যন্ত দাবি মানা না হবে তারা রাজপথে থাকবেন, কর্মসূচি চালিয়ে যাবেন।
নিয়োগপ্রত্যাশী জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করি। আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারো সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে, এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। সচিবের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বলেন, আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা উপদেষ্টা মহোদয়কে একটা কথাই বললাম, যেন অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ প্রদান করা হয়।
জান্নাতুল নাইম আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সব সময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগের বার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরবো না। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে আমরা রাজপথে থাকবো এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে। এসময় তিনি হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে বুধবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেন। সেই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন আদালত। এরপর থেকেই লাগাতার আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। গত সোমবার প্রাথমিকের সুপারিশপ্রাপ্তরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। এরপর তারা জাদুঘরের সামনে অবস্থান নেন।
পাঠকের মতামত
সোনার ডিম হাতে নিয়ে তবেই ঘরে ফিরবেন ভাল কথা। তবে বলুনতো আপনারা কোন দলের লোক, কত টাকা দিয়ে আপনাদের নেতাদের ম্যানেজ করেছেন। দলীয় আনুকূল্যে আপনারা নিয়োগ পেয়েছেন।
দুঃখের সাথে বলতে হচ্ছে এটা অমানবিক।