অনলাইন
তৌহিদী জনতাকে হুমকি দেইনি, সতর্ক করেছি: মাহফুজ আলম
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২০ অপরাহ্ন

তৌহিদী জনতাকে হুমকি দেইনি, সতর্ক করেছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেয়া পোস্টে তিনি এ কথা বলেন। তিনি লেখেন, তৌহিদী জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত পনের বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলন্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এ সম্ভাবনা রক্ষা করতে হবে।
মাহফুজ আলম আরো লেখেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করেছি।
বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার উল্লেখ করে তিনি আরো লেখেন, বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন এ মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে।
এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে। কিন্তু, আগে যেভাবে ইসলামফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হত, যার শিকার আমিও হয়েছি- তা কোনমতেই আর পুনরাবৃত্ত হবে না।
আলেম উলেমা, মাদ্রাসার ছাত্ররা গত ১৫ বছর নিপীড়নের স্বীকার হয়েছেন, এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন, কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত, সে স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে যুলুম নেমে আসবে- এ সতর্কতা উচ্চারণ যদি ভুল হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমি জালিম বা মজলুম- দুইটা হওয়া থেকেই আল্লাহর কাছে পানাহ চাই।
পুনশ্চ: ব্যক্তি আক্রমণ, ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি বা বেইজ্জতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসাবে সবার পরিত্যাগ করা উচিত। চলুন, বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদার সম্পর্কই নূতন বাংলাদেশের ভিত্তি।
পাঠকের মতামত
বর্তমানে অপসংস্ক্রিতির দাপটে মানুষের ব্রিহত অংশেই প্রজ্ঞার পরিচয় দিচ্ছেনা। মুল বক্তব্য না বুঝেই - সে কাফের, ইসলাম বিদ্দেসী ইত্তাদি! পেছনে তো আওয়ামী ইন্ধন আছেই...!
মাফুজ, আমি মনে করি আপনার কিছু কোর্সে যোগ দেওয়া উচিত যেখানে শেখানো হয় কিভাবে মানুষের দৃষ্টিভঙ্গি বোঝা যায় এবং তাদের সাথে কথা বলা যায়। মূলত, আমি আপনার পরামর্শ দিচ্ছি আপনার সামাজিক দক্ষতা উন্নত করতে। ধন্যবাদ।
আপনার বক্তব্যে দেশবাসী হতাশ, অতিদ্রুত প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত।
হুমকি আর সতর্কতা বুঝতে রকেট সায়েন্সের দরকার হয়না!
Right
Assalamu Alaikum brother...You are absolutely right...May Allah help you to do the right thing...
চমৎকার মতামত। স্যার আপনাকে ধন্যবাদ
Amra Muslim