ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

বিনোদন

ভালোবাসার গল্প

স্টাফ রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

বিভিন্ন সময়ই নিখাদ ভালোবাসার গল্প আমরা শুনতে পাই। এমন কিছু ভালোবাসার গল্প রয়েছে আমাদের শোবিজেও। আজ বিশ্ব ভালোবাসা দিবসে ক’জন তারকার সেই ভালোবাসার গল্পই তুলে ধরা হলো।
ওমর সানী-মৌসুমী: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। সিনেমা করতে গিয়ে তাদের পরিচয় ও প্রেম। জুটি বেঁধে অনেক ছবিতে কাজ করেছেন তারা। ১৯৯৬ সালে বিয়ের পর্বটা সারেন তারা। তাদের ভালোবাসার ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ছেলের বিয়ে দিয়ে এরইমধ্যে শ্বশুর-শাশুড়িও হয়েছেন সানী-মৌসুমী। 
জাহিদ হাসান-সাদিয়া ইসলাম মৌ: জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ একে-অন্যের কাজ খুব পছন্দ করতেন। একবার বিটিভি’র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দু’জনে একসঙ্গে প্রথমবার পারফর্ম করেন। অনুষ্ঠানটি প্রচারের পর আলোচিত হন জাহিদ ও মৌ। এক সময় একে-অপরের প্রতি ভালোবাসার জন্ম নেয়। সেই ভালোবাসা রূপ নেয় সুখের সংসারে। আজ সেই সংসারে রয়েছে দুই সন্তান।
তৌকীর আহমেদ-বিপাশা হায়াত: বিপাশা হায়াত তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়েন। তৌকীর আহমেদ তখন বুয়েটের শিক্ষার্থী। ঢাকার মঞ্চে চুটিয়ে অভিনয়ও করছিলেন। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক বন্ধুর আমন্ত্রণে তিনি বেড়াতে যান। সেখানেই বিপাশার ছবি আঁকা দেখে মুগ্ধ হন। তখন পরিচয় ও পরবর্তীতে কয়েকবার দেখা হয়। ‘রূপনগর’ নাটকে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে তাদের। তৌকীরই প্রথম তার ভালোবাসার কথা জানান বিপাশাকে। গ্রহণ করেন বিপাশা। ১৯৯৯ সালের ২০শে জুলাই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। দুই সন্তান নিয়ে সুখের সংসার বিপাশা-তৌকীর দম্পতির।
মোশাররফ করিম-জুঁই করিম: অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জুঁই করিমের মধ্যে বিয়ে হয় ২০০৪ সালের ৭ই অক্টোবর। বিয়ের চার বছর আগে থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। ঢাকার মালিবাগের চৌধুরীপাড়ায় মোশাররফের এক বন্ধুর একটি কোচিং সেন্টার ছিল। সেখানেই মূলত মোশাররফের সঙ্গে জুঁইয়ের প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে একটা সময় মোশাররফ জুঁইকে জানান তার ভালো লাগার কথা। বর্তমানে এক ছেলে নিয়ে তাদের সুখের সংসার।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status