দেশ বিদেশ
এনসিপি’র ইফতারে নাহিদ ইসলাম
সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব
স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৫, বুধবারজাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। আমরা জুলাই সনদ দেখতে চাই। জুলাই সনদ কার্যকর না হলে সংস্কারের রূপরেখা স্পষ্ট হবে না। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি।
মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এনসিপি’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারপূর্ব আলোচনায় নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের নতুন প্রেক্ষাপট তৈরি করেছে। যেখানে সবাই নির্দ্বিধায় এক হতে পারছি। কথা বলতে পারছি। আমাদের সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে মিথষ্ক্রিয়া ও সংলাপ প্রয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রকামী ছাত্র-জনতার ফসল। এই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমাদের নীতিগত বিরোধ হতে পারে কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক অটুট থাকবে। আমরা যেন ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই।
তিনি বলেন, জুলাই আমাদের যে ঐক্য দিয়েছে সেই ঐক্যের জায়গা থেকে আমরা কখনই সরে যাবো না। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায়। পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক, রাজনৈতিক, অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চায়। আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যাচ্ছি। এ সময় তিনি ফ্যাসিবাদী ও তাদের দোসরদের দ্রুত বিচারের প্রত্যাশা করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, যেসব গুরুত্বপূর্ণ সংস্কার আছে সেসব অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন করা সম্ভব। সকল কার্যক্রম করেই সরকারের নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলার উন্নতি করতে হবে। এককভাবে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নাও হতে পারে। তাই রাজনৈতিক দল, সামাজিক শক্তি, অভ্যুত্থানের শক্তিগুলো সেখানে ভূমিকা রাখতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। কিছু গোষ্ঠী বাংলাদেশকে বিশ্বের কাছে নেতিবাচকভাবে প্রকাশের চেষ্টা করছে। তাই সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। অমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমরা ধরে রাখতে চাই।
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে। নতুন রাজনীতিতে চাঁদাবাজদের স্থান হবে না, হানাহানি-টেন্ডারবাজি চলবে না। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী যত শক্তি আছে সবাই এক হয়ে দেশের জন্য কাজ করবে। আমাদের রাজনৈতিক মিশন-লক্ষ্য আলাদা হতে পারে। তবে আমরা এটা বলতে পারি যে আমরা আজ এখানে যারা সবাই ফ্যাসীবাদবিরোধী পক্ষ। বাংলাদেশে যারা জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার অনুরোধ জানাচ্ছি।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি, দেখতে চাইও না। সব দলকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে। আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্যদিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন, হত্যার মধ্যদিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি। আমরা একটা সংস্কার কার্যক্রমের মধ্যদিয়ে যাচ্ছি, আশা করছি খুব শিগগিরই আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে।
ইফতার মাহফিলে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
ন মণ ঘি ও পুড়বে না - রাধা ও নাচবে না. Reminder - Destruction is easy; Building Up is Hard. May ALLAH SWT Help you build the Country.