ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে

স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৫, বুধবারmzamin

ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেন্টরি করুন। বিগত সময়ে ডাক বিভাগের যেসকল সম্পদ বেদখল হয়েছে তা দখলমুক্ত করার চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় ফয়েজ আহমদ তৈয়্যব ডাক অধিদপ্তরের সকল নির্মাণ কাজের মান পরীক্ষা করার পাশাপাশি ইক্যুইপমেন্ট এবং সফটওয়্যার এর গুণগতমান পরীক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন। বিভিন্ন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, এক্সিট প্ল্যান ছাড়া কোনো প্রকল্প অনুমোদন করা হবে না। প্রকল্পের এক্সিট প্ল্যান অবশ্যই থাকতে হবে। নতুন প্রকল্পে ডিপিপি কোয়ালিটি নিশ্চিত করতে হবে। 
যে সরকারি সেবা জনগণকে অফিসে গিয়ে সংগ্রহ করতে হয় তা ডাক বিভাগের মাধ্যমে ঘরে পৌঁছে দেয়া যায় কিনা তার সম্ভাবনা যাচাই করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন ফয়েজ আহমদ তৈয়্যব। শুধু ইউরোপের উদাহরণ না দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের সাকসেসফুল সার্ভিসের মডেল সম্পর্কে খোঁজ নিতে কর্মকর্তাদের বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status