বিশ্বজমিন
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৯ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানীসহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বুধবার গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে তারা। এ খবর দিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
এতে বলা হয়, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি। এর আগে রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল।
হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছে।
পাঠকের মতামত
আছা এমেরিকার বুকে কি কেও আক্রমণ করতে পারে না ????????? আমার দেখার খুব ইচ্ছা যে এমেরিকাতে যুদ্ধ হচ্ছে আর এমেরিকার নাগরিকরা জীবনের ভয়ে এদিকওদিক আশ্রয়ের জন্য যাচ্ছে ।
এরপর ইস্রায়েলের পালা। কারণ গতকাল ইয়েমেন মিসাইল ছুঁড়লো তেল আভিভে। আর দুরে বসে মজা মারছে খোমেইনি।