অনলাইন
জাতিদাঙ্গা বিধ্বস্ত মণিপুর সফরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন
দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা জাতিদাঙ্গা বিধ্বস্ত মণিপুর সফরে গিয়েছেন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল। সেখানে পৌঁছে প্রতিনিধি দলের অন্যতম সদস্য বিচারপতি এন কোটিশ্বর সিং বলেছেন, এই সফর মণিপুরের আমজনতার জন্য 'সান্ত্বনার স্পর্শ'-এর সমতুল্য হবে এবং তাঁদের মধ্যে নতুন 'আশা সঞ্চার' করবে। শনিবার দুই দিনের সফরে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির প্রতিনিধিদল মণিপুর পৌঁছেছেন। এই প্রতিনিধিদলের সদস্যরা এদিন একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন। তাঁরা সেখানে আশ্রিত এবং বাস্তুচ্যুত হওয়া মানুষদের সঙ্গে কথা বলেন। এরপর চুরাচাঁদপুর জেলার মিনি সচিবালয় থেকে ভার্চুয়ালি একটি চিকিৎসা শিবির এবং একটি আইনি সহায়তা ক্লিনিকের উদ্বোধন করেন। চুরাচাঁদপুরের ত্রাণশিবিরে ঘরছাড়াদের উদ্দেশে বিচারপতি গাভাই বলেন, শীঘ্রই মণিপুরে শান্তি ফিরবে। আমরা জানি আপনারা সবাই একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু সকলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই এই পরিস্থিতি মিটে যাবে। এই প্রতিনিধিদলের অন্যতম সদস্য বিচারপতি এন কোটিশ্বর সিং নিজেই মেইতেই সম্প্রদায়ের একজন মানুষ। আর সেই কারণেই তিনি এদিন কুকি-প্রধান চুরাচাঁদপুরে যাননি। সংবাদ সংস্থা সূত্রের খবর, স্থানীয় আইনজীবী সংগঠনের আপত্তি থাকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষ্ণুপুর জেলার মৈরাংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় বিচারপতি সিং বলেন, আমাদের অতীত, আমাদের যন্ত্রণা কিংবা ঘটে যাওয়া দুর্ঘটনার মধ্যেই আটকে থাকা উচিত নয়। আমাদের এমন একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকাতে হবে, যেখানে আমরা সবাই একসঙ্গে বাস করতে পারব। এতে সময় লাগতে পারে। কিন্তু আমাদের আশাবাদী এবং ইতিবাচক হতেই হবে। এ মাসের শুরুতেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি পর্যালোচনার পর রাজ্যটিতে স্বাভাবিক যান চলাচল ব্যবস্থার কথা জানিয়েছিলেন। কিন্তু বেশ কিছু এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে।