বাংলারজমিন
কালীগঞ্জে বিএনপি’র কার্যালয়ে শতাধিক নেতাকর্মী লাঞ্ছিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারগাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয় থেকে ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীকে লাঞ্ছিত করে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকালে উপজেলার জাংগালিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ইউনিয়নের সর্বস্তরের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জোরালো দাবি জানিয়েছেন। জানা গেছে, ঈদ পুনর্মিলনী উপলক্ষে বুধবার বিকালে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আওড়াখালী বাজারের বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে থানা বিএনপি’র একাধিক নেতাসহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এসময় কথিত বিএনপি’র নামধারী নেতা ফজলুল হক ওরফে তারকাঁটা ফজলুর ভাই ইয়াবা সম্রাট সেরু, আলমগীর, মোকছেদসহ দেলোয়ারের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতা আরিফ মোল্লাসহ একাধিক নেতা আহত হয়। পরে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লাসহ একাধিক নেতাকে অবরুদ্ধ করে রাখেন। ঘটনাস্থলে থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ ছাড়া কয়েক দিন আগে এ সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছিলেন কালীগঞ্জ উপজেলার যুগান্তর প্রতিনিধি আব্দুল গাফফার যা আদালতে মামলা চলমান। এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপি’র সভাপতি নেছার উদ্দিন নুহু ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।