ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রক্তমাখা ভ্যান দেখিয়ে দিলো ‘খুনিকে’

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালতলা এলাকায় গতকাল বুধবার রাতে রক্তমাখা ভ্যানসহ আটক যুবককে ঘিরে রাখেন স্থানীয় লোকজন। শিবচরে সাইদ মোল্লা (৬৫) নামের এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার সময় ভ্যানে ছোপ ছোপ রক্তের দাগ লেগে ছিল। সেই রক্তমাখা ভ্যানই দেখিয়ে দিলো ‘খুনিকে’। চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির নাম সৈকত ঢালী (৩৫)। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
জানা গেছে, সড়কের পাশে বৃদ্ধ সাইদ মোল্লার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আশপাশের বিভিন্ন এলাকায় খবর দেন। একপর্যায়ে প্রায় দুই কিলোমিটার দূরে রক্তমাখা ভ্যানসহ সৈকত ঢালী নামের এক যুবককে লোকজন ধরে ফেলেন। পরে তাকে সাইদের লাশের কাছে নিয়ে এসে বেদম পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে সাইদ মোল্লার লাশ উদ্ধার করেন এবং আটকে রাখা যুবককে উদ্ধার করে হেফাজতে নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভ্যানচালক শিবচরের কেশবপুর এলাকার হামেদ মোল্লার ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অন্যদিকে আটক সৈকত ঢালী পাঁচ্চরের কেরানিবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।
কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ ব্যাপারী বলেন, ‘এ ধরনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘খুন হওয়া ভ্যানচালকের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে রক্তমাখা ভ্যান উদ্ধার ও একটি ছুরি জব্দ করা হয়। ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো কোনো মামলা হয়নি।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status