বাংলারজমিন
কলাপাড়ায় গৃহবধূ নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার ৭
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারপটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী আঁখি আক্তার (৩৫) মঙ্গলবার মধ্য রাতে রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- তার স্বামী আলমগীর সিকদার, ননদ নাছিমা বেগম, দুই ভাগনে, এক দেবর, ভাগনের বউ ও ভাসুরের এক পুত্রবধূ। গত বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত মধ্য রাতে স্বামীর বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় ওই গৃহবধূ। স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঈদের কারণে বাড়িঘরে আমন্ত্রিত মেহমান ছিলেন। সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যান। মেহমান বেশি থাকায় আলমগীর তার তিন সন্তানের দুইজনকে নিয়ে তার ভাইয়ের ঘরে ঘুমাতে যান। আঁখি তার ননদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ননদ জেগে তাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। পরে রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির লোকজন ঘরের পেছনের দরজা খোলা দেখতে পায়। এ সময় ঘরে আঁখিকে পাওয়া যায়নি। তবে মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্তের দাগ পড়ে ছিল। পরে আঁখির ছেলে আসাদুল সিকদার ৯৯৯-এ কল দিলে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাতে গৃহবধূর স্বামী, ননদ দেবরসহ ৭ জনকে গ্রেপ্তার করে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। কলাপাড়া থানার এসআই মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে প্রেরণের কার্যক্রম চলছে।