বাংলারজমিন
‘তরুণদের কর্মসংস্থান করবে বিএনপি’
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারবিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ছাত্র ও তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে। তারুণ্যের জাগরণ ঘটিয়ে ছাত্র গণ-অভ্যুত্থানের গণ আকাক্সক্ষা বাস্তবায়ন করা হবে। বুধবার রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে নিজ গ্রামে ধারা উচ্চ বিদ্যালয়ের ব্যাচভিত্তিক প্রাক্তন ছাত্রদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে খেলা শেষে তিনি বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে প্রিন্স বলেন, শুধু জাতীয় ক্ষেত্রেই নয় বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে ক্রীড়া, শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা ও বিকাশে মেধা ও মনন কাজে লাগানো হবে। তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপি হালুয়াঘাটে স্টেডিয়াম নির্মাণসহ ক্রীড়া প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা প্রদান ও নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শফিকুর রহমান, টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সৈয়দুজ্জামান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য রাখেন।