খেলা
পিসিবির মহসিন হলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ অপরাহ্ন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি। বৃহস্পতিবার এসিসির বার্ষিক সাধারণ সভায় এ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তিনি আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হন মহসিন। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টও হলেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার শাম্মি সিলভার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে মহসিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে পাকিস্তান এশিয়া মহাদেশ জুড়ে ক্রিকেটের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে কাউন্সিলের নেতৃত্ব দেবে। পাকিস্তানের নেতৃত্বে, এসিসি এশিয়া জুড়ে ক্রিকেটের উপস্থিতি আরও জোরদার ও সম্প্রসারিত করতে প্রস্তুত। এর পাশাপাশি খেলাধুলার মধ্যে প্রবৃদ্ধি এবং ঐক্যকে উৎসাহিত করবে,’।
নতুন দায়িত্ব গ্রহণ করে মহসিন বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। এশিয়া বিশ্ব ক্রিকেটের হৃদস্পন্দন হিসেবে আছে এবং খেলাটিকে বিশ্বব্যাপী প্রভাব ত্বরান্বিত করার জন্য আমি সকল সদস্য বোর্ডের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নতুন সুযোগ উন্মোচন করব এবং এশিয়ান ক্রিকেটকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাব। আমি বিদায়ী এসিসি সভাপতিকে তার নেতৃত্ব এবং তার মেয়াদকালে এসিসিতে অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’
এ সময়ে নাকভির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ আয়োজন। যা মূলত ভারতের জন্য বরাদ্দ করা হয়েছিল। আর এখন এশিয়া কাপটি একটি নিরপেক্ষ দেশে অনুষ্ঠিত হবে। কারণ ভারত-পাকিস্তান কূটনৈতিক গতিশীলতা বিবেচনা করে যা এক দেশ থেকে অন্য দেশে দলকে ভ্রমণে বাধা প্রধান করে আসছে।