খেলা
শেষ ওয়ানডেতেও চ্যাপম্যানকে পাবে না নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২:৪৩ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যান। তবে এদিন ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ৩০ বছর বয়সী এ ক্রিকেটার। বুধবার চ্যাপম্যানকে ছাড়াই দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা। এদিন তার পরিবর্তে মাঠে নামানো হয় কিউই ফাস্ট বোলার বেন সারসকে। এদিকে শুক্রবার অনুশীলনের পর জানা যায়, চ্যাপম্যান এখনও পুরোপুরি ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি। তাই তার বদলি হিসেবে শেষ ম্যাচেও দলের সঙ্গে থাকবেন টিম সেইফার্ট।
টি-টোয়েন্টি সিরিজে তার ফর্মের কারণে সেইফার্টকে ডাকা হয়েছিল। যে সিরিজে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল। তিনি ২০৭.৫০ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন এবং সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চ্যাপম্যানের পরিবর্তে ৩০ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটারকে রাখা হলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে খেলেননি। এ নিয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি কোনও ওয়ানডে খেলেননি। নেলসনে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে তার শেষ ৫০ ওভারের খেলা ছিল ২০১৯ সালে। সব মিলিয়ে তিনি মাত্র তিনটি ওয়ানডে খেলেন। যেখানে তার সংখ্যা মাত্র ৩৩।