খেলা
আবাহনী-মোহামেডানের অনুরোধে সাড়া বিসিবি’র
শেষ রাউন্ড খেলেই সিলেট যাবেন ক্রিকেটাররা
স্পোর্টস রিপোর্টার
৭ এপ্রিল ২০২৫, সোমবার
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২০শে এপ্রিল। এর আগে প্রথম টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প করবে জাতীয় দল। ক্যাম্পটি শুরু হবে আগামী ১১ই এপ্রিল। একই দিনে রয়েছে ঢাকা প্রিমিয়ার লীগের শেষ রাউন্ড, যেখানে মিরপুরে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই ক্লাবই এই ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়দের রাখার অনুমতি চেয়ে বিসিবিকে চিঠি দেয়। বিসিবি সেই চিঠির জবাবে দুটি ক্লাবকেই অনুমতি দিয়েছে।
ঢাকা প্রিমিয়ার লীগের এবারের আসরে আবাহনী ও মোহামেডানে জাতীয় দলের একাধিক ক্রিকেটার আছেন যারা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবেন। ফলে ক্যাম্পে যোগ দিলে শেষ রাউন্ডে এই ক্রিকেটারদের পেতো না ক্লাব দুটো। সেই কারণে দুই ক্লাবই আনুষ্ঠানিকভাবে বিসিবি’র কাছে এ নিয়ে একটি চিঠি দেয়। সেখানে তারা ১১ই এপ্রিল ম্যাচের পর খেলোয়াড়দের ছাড়ার অনুমতি চায়। আনুষ্ঠানিকভাবে বিসিবি গতকাল সন্ধ্যা পর্যন্ত কিছু জানায়নি। তবে বিসিবি ও দুটি ক্লাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে বিসিবি অনুমতি দিয়েছে। আবাহনীর একটি সূত্র দৈনিক মানবজমিনকে জানায়, ‘আমরা একটি অফিশিয়াল আবেদন করেছিলাম, যেহেতু এটা শেষ রাউন্ড...ওই ম্যাচটা ক্রিকেটাররা যদি খেলে তাহলে ক্যাম্পের দিন বা একদিন পরই যোগ দিতে পারবে। আর ম্যাচ যেহেতু ঢাকাতেই (মিরপুর), সেক্ষেত্রে ম্যাচ শেষ করেই সিলেটের বিমান ধরতে পারবে ওরা। এখনও আনুষ্ঠানিকভাবে না জানালেও, আমরা জানতে পেরেছি বিসিবিও এই আবেদনে পজিটিভ। তারা অনুমতি দিচ্ছে। যেহেতু আবাহনী ও মোহামেডানের দ্বৈরথ, এই ক্রিকেটাররা থাকলে ম্যাচটাও ভালো হবে আশা করি।’ আবাহনীতে টেস্ট দলে থাকতে পারেন এমন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা ও মুমিনুল হক। মোহামেডানের মেহেদী হাসান মিরাজ, স্পিনার তাইজুল ইসলাম, মুশফিকুর রহীম থাকবেন টেস্ট ক্যাম্পে। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনেরও ডাক পাওয়া প্রায় নিশ্চিত। লীগের সুপার সিক্স পর্বে এই ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে দল দুটিকে।