শেষের পাতা
জমি নিয়ে বিরোধ
উখিয়ায় দু’পক্ষের সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৭ এপ্রিল ২০২৫, সোমবার
কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাইবোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল সকালে কুতুপালং পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আব্দুল মান্নান এবং শাহিনা আক্তার আপন ভাইবোন। তারা সম্পর্কে জামায়াত নেতা আবদুল্লাহ আল মামুনের চাচাতো ভাইবোন। এবার ঈদে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন শাহিনা। রোববার সকালে জায়গা জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে মামুন-মান্নানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পরে সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়।
নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব কুতুপালং পশ্চিম পাড়ার নাজির হোসাইনের ছেলে মওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৬)। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর। প্রতিপক্ষের একই গ্রামের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩২) ও তার বোন শাহিনা বেগম (৩৪)। আহতদের মধ্যে রয়েছে মো. হোসেনের মেয়ে পিংকি আকতার, নাজির হোসাইনের পুত্র আব্দুল হামিদ ও মো. হোসেনের পুত্র আব্দুল করিম। কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে দু’পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।