ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

জুলাইয়ের মধ্যে নির্বাচনী কর্ম পরিকল্পনা প্রকাশ করবে ইসি

স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

আগামী জুন-জুলাই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর থেকে একটা নিজস্ব কর্মপরিকল্পনা ধরেই এগোচ্ছি। সে কর্মপরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে প্রাথমিক পর্যায়ে আসনের প্রশাসনিক বিন্যাসের তথ্য, ভোটার তালিকার তথ্য সংগ্রহ শেষ পর্যায়ে গুছিয়ে এনেছি। নিবন্ধনের কাজও একটা পর্যায়ে এসেছে। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে মোটামুটিভাবে ওয়ার্ক প্ল্যানের প্রি-ওয়ার্ক যেটি, সেটি হয়ে যাবে। আশা রাখি মুদ্রিত কর্মপরিকল্পনা, যেটি নির্বাচনের আগে ইসি পাবলিশ করে, আমরা জুন-জুলাইয়ের দিকে প্রিন্টেড কপি পেয়ে যাবো।

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, আমরা চাচ্ছি যেন তফসিল ঘোষণার আগেও যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারা যেন ভোট দিতে পারেন। এজন্য ভোটার নিবন্ধন আইনে সংশোধন আনার কথা ভাবা হচ্ছে। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে যাদের ১৮ বছর পূর্ণ হবে তারা যেন যুক্ত হতে পারে। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গত এপ্রিল ১১ তারিখের মধ্যে শেষ হয়েছে। তারপরও কিছু সেন্টার আমরা চালু রেখেছি। আগামী জুনের ভেতর ভোটার তালিকা চূড়ান্ত হবে।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে তিনি বলেন, সীমানা নির্ধারণের আইনটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেছি। সংশোধন হয়ে না আসলে একটি ছাপার ভুলের জন্য আমাদের হুবহু ঠিক রেখে নির্বাচন করতে হবে। এই ছাপার ভুলটা সংশোধনের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। তবে এ নিয়ে আমরা এখনো সিদ্ধান্ত পাইনি, পেলে সীমানা নির্ধারণের কাজটি শেষ করতে পারবো। এক্ষেত্রে তিন মাস লাগবে সীমানা পুনঃনির্ধারণের কাজ শেষ করতে।

নতুন দলের নিবন্ধন কার্যক্রম শেষ করেই সংলাপে বসার কথা জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, আগের বার ছয় মাসের মতো সময় লেগেছিল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে। আমরা যেহেতু সরকার ঘোষিত ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, এক্ষেত্রে আমাদের হাতে সময় কম। তাই তিন মাসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা ভাবছি। তবে এটা তাড়াহুড়ো নয়। আমরা বেশি কাজ করে বিষয়টি সম্পন্ন করবো। আগামী আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করবো। তবে আমরা এটিকে সংলাপ বলছি না। মতবিনিময় করবো। এ ক্ষেত্রে নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম যদি সম্পন্ন না হয়, তবে তারা তো সংলাপে অংশ নিতে পারবে না। আমরা চাই নতুন দল যারা নিবন্ধন পাবে তাদের নিয়েই সংলাপের আয়োজন করতে।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত তিনটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছেন। তবে তারা সময় বাড়ানোর জন্য বলেছে। আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ২০শে এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোর আবেদন নেয়া হবে। সময় বাড়ানোর এখনো কোনো সিদ্ধান্ত নেই। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো আবেদন করেনি। তারা সাক্ষাতের কোনো সময় চেয়েছে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন- না, তারা এখনো কোনো সময় চায়নি।

বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনেক পুলিশ এখনো কাজে যোগ দেয়নি বলা হচ্ছে, এই অবস্থায় সরকার ঘোষিত সময়ের মধ্যে কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিভিন্ন জেলা পরিদর্শন করেছি ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা তো এক কথায় বলেছে যে, রমজান মাসে আমাদের যে পারফরম্যান্স এটি আমরা আরও ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছি। এটি যদি অব্যাহত থাকে তাহলে আমরা নির্বাচন করতে কোনো বাধা মনে করি না। বাস্তবেও আমরা রমজান মাসে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অতীতের তুলনায় একটা তুলনামূলক পর্যালোচনা করি, তাহলে আমি মনে করি ধারাবাহিকভাবে তা ইম্প্রুভ হচ্ছে। ছয়-আট মাস সময় আমরা যদি হাতে পাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আমরা মনে করি। তারপরও আমরা ওদের সঙ্গে বসবো, বিভিন্ন এজেন্সির সঙ্গে থেকে আমরা তথ্য নেবো। নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধি, নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা এবং বিদেশি পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের কাজ প্রায় শেষ করে এনেছি। কমিশনের অনুমোদন পেলে অচিরেই আমরা এগুলো মুদ্রণে দেবো।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status