ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

প্রমাণের ভিত্তিতেই টিউলিপ মামলার আসামি

স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলায় মা-খালার পাশাপাশি দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করেই যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আসামিদের আদালতে হাজির হয়ে অভিযোগ মোকাবিলা করার পরামর্শও দেন দুদক চেয়ারম্যান।  রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গত ২৭শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। এরপর ১২, ১৩  ও ১৪ই জানুয়ারি তাদের বিরুদ্ধে ছয়টি আলাদা মামলা করা হয়। গত ১০ই মার্চ এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। বৃটিশ সংসদ সদস্য হিসেবে প্লট বরাদ্দে প্রভাবিত করার দুই মামলার অভিযোগপত্রে টিউলিপকে আসামি করা হয়।

সমপ্রতি প্রকাশিত একটি খবর দুদকের দৃষ্টি আকর্ষিত হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘তাতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিক বিলেতি আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা প্রদান করিনি; স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন দুর্নীতি দমন কমিশন তার সঙ্গেও যোগাযোগ করেনি। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই বৃটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।’
দুদক টিউলিপের আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই তার নামে আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আদালতে হাজির হয়ে তারা যেন অভিযোগের মোকাবিলা করেন।

এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয়, চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারিত হবে না মন্তব্য করে তিনি বলেন, আদালতেই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি ‘অপরাধমূলক পলায়ন’ বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিক নন দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যেকোনো সাধারণ নাগরিকের বেলাতে দুর্নীতি দমন কমিশনে একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে।

টিউলিপ সিদ্দিকের বিষয়ে বাংলায় লিখিত বক্তব্য তুলে ধরার পাশাপাশি একই বক্তব্য ইংরেজিতেও পড়ে শোনান দুদক চেয়ারম্যান।  এ বিষয়ে তিনি বলেন, যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদ মাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সে সব গণমাধ্যমের লোকাল করেসপন্ডেন্ট আমি খুব সংক্ষেপে একটি ইংরেজি বিবৃতিও তুলে ধরছি।
এ সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে কমিশনের দুই কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) অরসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ছাড়াও পরিবারের সদস্য শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তিকে আসামি করা হয়েছে।

সাকিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: সংবাদ সম্মেলনে ক্রিকেটার সাকিব আল হাসানের দুদকের শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে মোহাম্মদ আবদুল মোমেনের দৃষ্টি আকর্ষণ করেন গণমাধ্যমকর্মীরা। তারা বলেন,  ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তার বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, আমাদের আশঙ্কা, এমনও হতে পারে সাকিব আল হাসান দুদকের মামলার আসামিও হবেন। এমন আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি (অর্থ পাচারের অভিযোগ) আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পরে বোঝা যাবে।

সাকিব আল হাসানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে ২০২২ সালে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুদক।
প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য গত বছরের ২৮শে আগস্ট দুদকে একটি আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী। আবেদনে সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। আর গত বছরের ৮ই নভেম্বর  সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করার কথা জানায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গত বছরের ৫ই আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে সাবেক সংসদ সদস্য সাকিবকেও আসামি করা হয়।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status