বাংলারজমিন
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৫, বুধবারঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শিতালীপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী রিপা খাতুন (২৬) ও তার ছেলে সোয়াদ হোসেন (৬)। স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ভাটই গ্রামের মামা বাড়ি থেকে ইজিবাইকে নিজ বাড়ি শিতালীপাড়ায় যাচ্ছিলেন তারা। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় রিপা ও তার ছেলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করে। আহত সোয়াদকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর সেও মারা যায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন শিকারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।