বাংলারজমিন
ঝিকরগাছায় পানিতে ডুবে চাচাতো ভাইবোন নিহত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারযশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে। গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- জয় কৃষ্ণপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (৩) এবং জহির উদ্দিনের মেয়ে মেহিরিন খাতুন (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। নিহতের আত্মীয়রা জানান, দুপুরে খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। বাচ্চাদের খেলার স্থানে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী আকবর আলীর পুকুরে ভেসে থাকা মৃত অবস্থায় তাদেরকে খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাফিজুর রহমান জানান, দুপুরে পানিতে ডুবে যাওয়া দু’টি শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।