ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিরাজগঞ্জে কিশোরের নিহতের ৭২ ঘণ্টা পর প্রধান আসামির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৫, বুধবার

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষে একজন নিহতের ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অপর কিশোর থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করেছে। এ নিয়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর ওয়াপদা বাঁধ মহল্লায় সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় স্কুলছাত্র আশিক হোসেনকে (১৫) পিটিয়ে হত্যার ৭২ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করে নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত আসামি রিফাত। নিহত আশিক হোসেনপুর ওয়াপদাপাড়া দুলাল হোসেনের ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র এবং আসামি রিফাত (১৩) একই এলাকার বাসিন্দা ও মালশাপাড়া পৌর কবরস্থানের খাদেম আল আমিনের ছেলে। জানা গেছে, স্কুলছাত্র আশিক গত শুক্রবার বিকালে একই এলাকার আল-আমিনের সেচ পাম্পে গোসল করতে যায়। এ সময় আল-আমিনের ছেলে রিফাত নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে আশিকের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার পর রিফাত পলাতক থাকে। পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে শনিবার সকালে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে নিহতের পিতা বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনার ৭২ ঘণ্টা পর রিফাত কিশোর হলেও নিজের ভুল বুঝতে পেরে তার স্বজনদের সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে নিজের দোষ স্বীকার করে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যকর্মীরাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি রিফাতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status