বাংলারজমিন
পানির দেশে পানির জন্য হাহাকার, বিক্ষোভ
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৫, বুধবার
হাওরাঞ্চল বলতেই চোখে ভাসে অথৈ জলরাশি। এর মাঝে ছোটছোট জনপদ। পানির এলাকায় পানির সংকট। অবিশ্বাস্য। অথচ কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে দীর্ঘদিন ধরে চলছে এমন অবিশ্বাস্য সংকট। নিরসনে দায়িত্বশীল পক্ষের কোন উদ্যোগ না নেয়ায় বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৮ই এপ্রিল) দুপুর ১২টায় মিছিল নিয়ে নিকলী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়- পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ চাপকলগুলো অচল হয়ে আছে। চাপাচাপি শ্রম, সময়ের তুলনায় ফল শূন্য। এদিকে সরকারের ভর্তুকিতে স্থাপিত গভীর নলকূপগুলোও ব্যক্তিক দখলে। এগুলোর প্রায় আশি শতাংশ পাকাবন্দি। আদল বিকৃত করে একান্ত ব্যবহৃত। কৃষির ভর মৌসুমে গভীর সেচগুলোও অকার্যকর। খাবার পানির তীব্র সংকটে ভোগান্তির শিকার উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বহীনতায় বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার ১২টায় নিকলী সদরের বীরবিক্রম মতিয়র রহমান চত্বরে জরো হয় সহস্রাধিক নারীপুর। মিছিল নিয়ে নিকলী উপজেলা প্রশাসন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলীর আহ্বায়ক খাইরুল মোমেন স্বপন, বিএনপি কর্মী উজ্জল, সমাজকর্মী কাউসারুল আলম, বিউটি আক্তার প্রমুখ। তারা জানান, পানি উৎস পুকুর ভরাট, নদনদী, খালবিল অবৈধ বরাদ্দ, ভরাট, সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতাকে দায়ি করেন। তারা আরো জানান, বিশুদ্ধ পানির তীব্র সংকটে ইতিমধ্যেই পেটেরপীড়া মহামারির শংকা বিরাজমান। সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি জমা দেন।