বাংলারজমিন
বিশ্বনাথ থেকে মা ও সন্তান নিখোঁজ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৯ এপ্রিল ২০২৫, বুধবার
সিলেটের বিশ্বনাথের মান্দাবাজের জমির উদ্দিনের স্ত্রী সুহেদা আক্তার রনি ও তার মেয়ে সাদিয়া বেগম চারদিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার দুপুর থেকে তারা নিখোঁজ রয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এ ব্যাপারে সুহেদা আক্তার রনির ভাই ফরিদ উদ্দিন আকরম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ফরিদ জানান- জমির উদ্দিনের সঙ্গে ১৮ বছর আগে তার বোন সুহেদা আক্তার রনির বিয়ে হয়। কিছুদিন ধরে তাদের সংসারে বিরোধ চলে আসছে। গত শনিবার দুপুর ২টার দিকে নিখোঁজ সুহেদা আক্তার রনি তার মেয়ে সাদিয়া বেগমকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ খবরটি জানার পর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজদের বিষয়ে পুলিশ অনুসন্ধানে রয়েছে।