ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে ড. ইউনূসের বার্তা

স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ওই হামলায় অন্তত ২৬ জনের প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, কাশ্মীরের পহেলগাঁয়ে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি। ভারতীয় পুলিশ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা ভারত-শাসিত কাশ্মীরে একদল পর্যটকের ওপর গুলি চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করেছে। মঙ্গলবার পহেলগাঁয়ের রিসোর্ট শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বৈসরান তৃণভূমি পরিদর্শন করার সময় ‘সন্ত্রাসী হামলায়’ বেশ কয়েকজন পর্যটক গুলিবিদ্ধ হন।
 

পাঠকের মতামত

এক সন্ত্রাসী হামলার জন্য মোদি বাবু যুদ্ধ ঘোষণা করলেন,রাষ্ট্রীয় মদদে মুসলিমদের ঊপর যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন সেটার জন্য কি জবাব দিবেন?

আব্দুল করিম মজুমদার
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:০০ পূর্বাহ্ন

এই হত্যাযজ্ঞের তৃব্য নিন্দা জানাচ্ছি। এবং অপরাধীয়দেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানাই।

মো:সিরাজ উল্লাহ
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৬ পূর্বাহ্ন

সন্ত্রাস কোন দেশের জন্য কাম্য নায়, ভারতের এই ঘটে যাওয়া ঘটনা কে তব্রনিন্দা জানাচ্চি।ভারতীয় মুসলমানদের উপর হিন্দুদের আগ্রাসীন মনোভাবের জন্য হয় তো ঘটতে পারে,হিন্দুদের এই একোচত্র বিরাজ করা এই ঘটনার কারন হতে পারে। কিন্তু এই ঘটনা করা মোটেই ঠিক করে নাই। তাই আবারও তিব্র নিন্দা জানাচ্ছি। তাহা অতিসত্বর বন্ধ করা হউক এবং এদের কে আইনের আওতায় আনার জোর দাবী করছি।

মহিবুল ইসলাম
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৫ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status