দেশ বিদেশ
কলকাতায় অভিনব বই বিনিময় মেলা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা থেকে
২৮ এপ্রিল ২০২৫, সোমবারসারা বছর ধরেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বইমেলা বা বই উৎসব হয়ে আসছে। তবে এসব বইমেলা বা বই উৎসবে বই কেনাবেচাই চলে। কিন্তু এবার কলকাতায় এক অভিনব বইমেলা অনুষ্ঠিত হয়েছে। এই বইমেলায় কোনো বই বিকিকিনি হয়নি। হয়েছে বই বিনিময়। তাই একে বলা হয়েছে বই বিনিময় উৎসব।
এই বই উৎসবের স্লোগান ছিল, পড়ে ফেলা পুরাতন বই নিয়ে আসুন, বিনিময়ে নিয়ে যান অপঠিত পছন্দের কোনো বই, কোনো অর্থ লাগবে না এই বই বিনিময়ের জন্য। এমনকি দামের বেশি কম বিবেচনা করা হয়নি। বামপন্থিদের উদ্যোগে গত শনিবার কলকাতার যাদবপুরে এই বই বিনিময় উৎসবে বহু আগ্রহী পাঠকের সমাগম হয়েছিল। উদ্যোক্তারা প্রায় ২ হাজার পুরাতন বই সংগ্রহ করেছিলেন। সেই দিয়েই শুরু হয়েছিল বই বিনিময়। প্রবন্ধ ও গল্পগ্রন্থই বিনিময় হয়েছে।
বাংলা সাহিত্যের উৎসাহী পাঠক অনিন্দিতা উত্তর কলকাতা থেকে যাদবপুর ছুটে গিয়েছিলেন তার বেশ কয়েকটি পড়ে ফেলা পুরাতন বই পাল্টে নতুন কিছু বই আনতে। তিনি জানালেন, এমন কিছু বই বিনিময়ে নিয়ে এসেছি যেগুলো আগে কখনো কিনিনি। অনিন্দিতা বলেন, অনেক পাঠক বইয়ের দামের জন্য নতুন বই কিনতে পারেন না। অথচ বই পড়ায় আগ্রহী। তাদের কাছে এই বই বিনিময় ব্যবস্থা আশীর্বাদের মতো।
উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী দিনে আরও এই ধরনের বই বিনিময় উৎসব করা হবে। আয়োজকদের অন্যতম সিপিআইএম’র রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত বলেন, এখন মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সেই সময় নানা ধরনের বই মানুষের মনের জগৎকে বিকশিত করতে পারে। তাই আমরা চাই মানুষ বেশি বেশি করে বই পড়ুক।