দেশ বিদেশ
চিঠির মূল্য ৩ লাখ পাউন্ড
মানবজমিন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
টাইটানিক জাহাজের দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক ব্যক্তির লেখা চিঠি নিলামে তোলা হয়। ৩ লাখ পাউন্ডের রেকর্ড মূল্যে তা বিক্রি হয়। রোববার বৃটেনের উইল্ডশায়ারের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম ঘর থেকে কর্নেল আর্র্র্চিবাল্ড গ্রেসির চিঠিটি একজন অজ্ঞাত ক্রেতা ক্রয় করেন। চিঠির মূল্য ৬০ হাজার পাউন্ড হবে বলে আশা করা হয়েছিল। তবে এর পাঁচগুণ বেশি দামে তা বিক্রি হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উল্লেখ্য, ১৯১২ সালের ১০ই এপ্রিল ওই চিঠি লেখেন গ্রেসি। ওই দিন তিনি সাউদাম্পটন থেকে টাইটানিকে ওঠেন। এর পাঁচদিন পর জাহাজটির উত্তর আটলান্টিকে একটি বিশাল আকৃতির বরফের গোলার সঙ্গে ধাক্কা লাগে। পরবর্তীতে জাহাজে ছিদ্র হয়ে তা ডুবে যায়। নিউ ইয়র্ক থেকে জাহাজে ওঠা ২ হাজার যাত্রীর মধ্যে একজন ছিলেন গ্রেসি। ওই দুর্ঘটনায় দেড় হাজারের বেশি মানুষ মারা যান। গ্রেসি কেবিন সি-৫১ থেকে চিঠিটি লেখেন। ১৯১২ সালের ১১ই এপ্রিল আয়ারল্যান্ডের কিউন্সটাউনে নোঙ্গর করার সময় চিঠিটি পোস্ট করা হয়। নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, টাইটানিক জাহাজে লেখা যেকোনো চিঠির মধ্যে এই চিঠির মূল্য সবচেয়ে বেশি। টাইটানিকে নিজের অভিজ্ঞতা স্মরণ করে গ্রেসি পরবর্তীতে ‘দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক’ নামে একটি বই লেখেন। তিনি বর্ণনা করেন কীভাবে বরফের পানিতে উল্টে যাওয়া লাইফ বোটে উঠে তিনি বেঁচে যান। তিনি আরও লেখেন, লাইফবোটের কাছে পৌঁছানো অর্ধেকের বেশি মানুষ ক্লান্তি বা ঠাণ্ডায় মারা যান। গ্রেসি যদিও দুর্ঘটনা থেকে বেঁচে যান তবে তিনি হাইপোথারমিয়ায় আক্রান্ত হন এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন। ১৯১২ সালের ২রা ডিসেম্বর তিনি কোমায় চলে যান। এর দুইদিন পর ডায়াবেটিসের জটিলতায় মারা যান গ্রেসি।