ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ইরানের বন্দর আব্বাস ট্র্যাজেডি নিহত বেড়ে ৭০

মানবজমিন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা পৌঁছেছে ১২০০ জনে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে টানা ৪৮ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এ সপ্তাহের শনিবার ইরানের বৃহত্তম কন্টেইনার হাবটির শহীদ রাজাই অংশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। যাতে পুড়ে ছাই হয়ে গেছে শত শত কন্টেইনার। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকার বাতাস কালো ধোঁয়ায় ভারী হয়ে যায়। ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হরমোজগান প্রদেশের গভর্নর। তিনি বলেছেন, আগুনে পুড়ে যাওয়া কন্টেইনারগুলো সরাতে আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে নাগরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তার নীতিমালা মেনে চলার ক্ষেত্রে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। হরমোজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে এখনো ২২ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া এখনো ২২ জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এই ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করতে জোরালো তদন্তের নির্দেশ দিয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই বক্তব্য ওই দুর্ঘটনায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, শহীদ রাজাই বন্দর রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এ ছাড়া বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। ওই বন্দর দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status