দেশ বিদেশ
৩৫ জন নারী রত্মগর্ভা মা অ্যাওয়ার্ড মনোনীত
স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবারএকুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ ৩৫ জন নারীকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ পদকে মনোনীত করা হয়েছে। আজাদ প্রোডাক্টসের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারো এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। ২৫ জন নারীকে সাধারণ ক্যাটাগরিতে এবং ১০ জন নারীকে বিশেষ ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। এ ছাড়াও ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ ক্যাটাগরিতে রয়েছেন একজন পুরুষ। ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস লিমিটেড রত্মগর্ভা মায়েদের সম্মাননা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টায় পুরানা পল্টনস্থ আজাদ সেন্টারে রত্মগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৩-২৪ মনোনীত মায়েদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ১০টায় ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সাধারণ ক্যাটাগরিতে মনোনীত মায়েরা হলেন- মিসেস মারতুজা নুসরাত, মোছা. ফরিদা বেগম, মিসেস রাশিদা বেগম, মিসেস নাসিমা মান্নান চৌধুরী, বিবি মরিয়ম, মিসেস রোকেয়া খানম, মিসেস পিয়ারা বেগম, আফরোজা পারুল, মিসেস রোকসানা আক্তার, মিসেস হাসিনা আক্তার, বেগম সালেহা করিম, মিসেস ফাতিমা নার্গিস, মিসেস আঞ্জুমান আরা বেগম, মিসেস সালমা আলম, মোছা. জোবেদা খানম, মোছা. রাজিয়া বেগম, মোছাম্মৎ মাহমুদা বেগম, মিসেস কিশোয়ার জাহান, মোসা. ফাতেমা বেগম, মিসেস সুরাইয়া চৌধুরী, মিসেস রাবেয়া পারভীন বানু, আদরিনী সরকার, মিসেস হাছিনা আক্তার, মিসেস মনোয়ারা বেগম, এডভোকেট হালিমা আক্তার।
বিশেষ ক্যাটাগরিতে যারা রয়েছে- মিসেস সাহানা সিরাজ, মোসা. মুসলিমা খানম রানা, মিসেস স্মৃতি কণা বড়ুয়া, খাদিজা খন্দকার, মিসেস ফাতেমা আলম শাহানা, মিসেস সাহানা আকতার চৌধুরী, মিসেস অলকা ঘোষ, মিসেস শামছুন্নাহার হোসেন, মোছা. ফরিদা বেগম, সৈয়দা দিলরুবা খানম। এ ছাড়াও মাই ড্যাড ওয়ান্ডারফুল ক্যাটাগরিতে আরেফিন বাদল মনোনীত হয়েছেন।