দেশ বিদেশ
নেতাকর্মীদের পালাতে বললেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৪ মে ২০২৫, রবিবার
ফেসবুকে এসে অশ্লীল ভাষায় শীর্ষ নেতাদের গালিগালাজ করে তৃণমূল নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মো. কামাল উদ্দিন। শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। কামাল সাতকানিয়ার গারাংগিয়া গ্রামের সুপারপাড়ার ফজল করিমের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক।
ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবির তোষণ করেছে। এখন তারা পালিয়েছে। এসব বলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি নিজেও পালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এখানে কেউ ‘নিরাপদ’ নয়।
এ সময় তাকে বলতে শোনা গেছে, যেখানে তোদের বাবা-মা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, শেখ পরিবার পালিয়েছে, ৩০০ এমপি পালিয়েছেন সেখানে তোমরা কেন রয়ে গেছো। সবাই পালিয়ে যাও। আমার ভুলত্রুটি মাফ করে দাও।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। দুই ঘণ্টায় এটি শেয়ার দিয়েছেন ৩২৯ জন। ১৪১ জন এতে মন্তব্য করেছেন। দুই মিনিটেরও কম সময়ের এই ভিডিও দুই ঘণ্টায় দেখেছেন ১৬ হাজারের অধিক ফেসবুক ইউজার। এর আগে ২০২২ সালের ১০ই জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোছলেম উদ্দিন আহমদ এমপি’র বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে এডভোকেট মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে প্রতিবেদন দিতে বলেছিলেন। পিবিআই ২০২২ সালের ২৪শে জুলাই ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করলে কামাল হাইকোর্ট থেকে জামিন নেন।
পাঠকের মতামত
উনি কি কি গালি দিছেন শুনতে চাই :/
Awameleague is not a Politiacal Party........this is Hooligan League, Robber League, Terrorist League, Corrupted League, Killer League, Rapist League etc. etc. etc.
বাস্তবতা না বুজে যারা এখনও নির্লজ্যভাবে আওয়ামী সন্ত্রাসলীগাররা গুজব ছড়িয়ে টিকে থাকার চেষ্টা করছে তাদের জন্য মায়া হয়।
যারা পালানোর তারা আগেই পালাইছে। এ কোন টিঊবলাইট?
এই নেতাদের কথায় কর্মীরা কতো মানুষ পুড়িয়েছে,গুম করেছে । পালানোর সময় বলেও গেলনা । ছিঃ
বোধ করি আওয়ামী সমর্থক গোষ্ঠী উল্লেখিত বিষয়টি হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন। সেই সঙ্গে আপা এবং আপার উস্কানিমূলক কর্মকাণ্ড বয়কট করে অতীতে করা অপরাধ অপকর্মের জন্য দেশবাসীর নিকট প্রকাশ্যে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
দেখেন এই অজুহাতে সে অন্য কোন দলে যোগ দেয় কীনা?
সত্য কথা শুনতে একটু তেতুই হয়, তারপরও সত্য, সত্যই রয়ে যায়।। যেখানে রাঘববোয়াল, রতি মহা রতি মাফিয়া রানী পিশাচ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে সেখানে চানু পটিরা হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ পুনর্গঠন অসম্ভব।।