ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধে গণঅধিকার পরিষদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবার

আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদের নেতারা। গতকাল দুপুরে পুরানা পল্টনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এমনটাই ঘোষণা দেন সংগঠনটির মুখপাত্র ফারুক হাসান। 
ফারুক হাসান বলেন, গত ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের নয় মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় সিদ্ধান্ত তারা আমাদের জানাতে পারে নাই। আমরা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলি, তখনি তারা আমাদের সামনে নানা অজুহাত হাজির করে। বাংলাদেশের প্রত্যেকটি দল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, গতকাল সমন্বয়করা যমুনার সামনে আন্দোলনের ডাক দিয়েছিল। তারা ঘোষণা করলো আমাদের জীবন যদি চলে যায় তবুও আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া প্রধান উপদেষ্টা বাসভবন ছাড়বো না। তারা আমাদের বারবার আমন্ত্রণ জানালেন তাদের সঙ্গে শরিক হতে। তখন আমরা বললাম, এই সমন্বয়ক নামধারীদের ওপর আমাদের ন্যূনতম বিশ্বাস নেই, আস্থা নেই। এরা জনগণকে ডেকে আনবে, এরপর সরকারের একটা ফোন কল পেলে আবার আন্দোলন গুটিয়ে তারা বাড়ি ফিরে যাবে। আমরা যে আশঙ্কা করেছিলাম, সেটি বাস্তবায়ন হয়েছে। আপনারা সবাই দেখেছেন বিকালের মধ্যে যমুনা ছেড়ে তারা ফিরে গেছে। আমাদের প্রশ্নটা এখানেই, যদি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাইতো তাহলে তারা যমুনা ছেড়ে যেতো না, অবস্থান ত্যাগ করবে না। ফারুক হাসান বলেন, আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পল্টন মোড়ে গতকাল অবস্থান করলাম তখন পুলিশ আমাদের ওপর লাঠিপেটা করলো। আর সমন্বয়ক নামধারীদের অনেক প্রটেকশন দিয়ে আন্দোলন করাচ্ছে। সিটি করপোরেশন তাদের ঠাণ্ডা পানি ছিটাচ্ছে। যেন এখানে জান্নাতি আন্দোলন শুরু হয়েছে। এখান থেকে আমরা আমাদের সন্দেহের শতভাগ নিশ্চয়তা পেয়েছি। এদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এটা বিশ্বাস করা যায় না। তিনি বলেন, আমরা তিন দাবিতে আমাদের এ আন্দোলন অব্যাহত রেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের জানাতে হবে। গণহত্যার বিচারে আমরা আপসহীন। 
এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এ দেশে আবার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সংকট তৈরি হবে। তিনি বলেন, গণ-অভ্যুত্থানে আমরা যারা নেতৃত্ব দিয়েছি। বড় বড় রাজনৈতিক দল অতীতে যেভাবে সমঝোতা করে ব্যবসা-বাণিজ্য চালিয়েছে, রাজনীতি করেছে তাদের আগে আঘাত পড়বে আমাদের বুকে। কাজেই এটা আমাদের অবস্থান পরিষ্কার, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আর কোনো আপস করা হবে না এবং সরকারকে আর কোনো সুযোগ দেয়া হবে না। নুর বলেন, এ আন্দোলনে আমাদের কিছু ছাত্রনেতা সামনে ছিল। আমরা নাহিদকে জিজ্ঞাসা করতে চাই, সাত মাস সরকারে থেকে কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নিলো না। নাহিদ, আসিফ, মাহফুজ সরকারের বিশেষ সহকারী ছিল। সেখান থেকে প্রমোশন পেয়ে তারা উপদেষ্টা হয়েছেন। তারা যদি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বলতেন যে, মাননীয় উপদেষ্টা এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরা আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে আন্দোলন সফল করেছে। তাদের ত্যাগ ছাড়া আমাদের এখানে আসার কোনো সুযোগ ছিল না। তাদের কৃপায় আমরা এখানে এসেছি। কিন্তু তারা সেটা করেননি। তারা আন্দোলনের মাধ্যমে নেতা হয়ে পুরানো বন্দোবস্তের মাধ্যমেই ক্ষমতার অপপ্রয়োগ, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং নিজেরা দল গঠনের মধ্যে ব্যস্ত থেকেছে। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, জাতীয় সংলাপ করেন আর নাই করেন আওয়ামী লীগ নিষিদ্ধ সিদ্ধান্তে আসতে হবে। অন্যথায় আজকে আমরা যমুনা ঘেরাও না করে আপনাদের ছাড় দিচ্ছি। পরবর্তীতে কোনো রাজপথের কর্মসূচিতে ছাড় দেয়া হবে না। একইসঙ্গে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার সাধারণ মানুষের অনুভূতি ও ন্যূনতম সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করছে না। সরকার যদি বুঝতে পারতো তাহলে চেয়ারে বসার পরপরই তারা আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করতো। সমাবেশ শেষে তারা পল্টন এলাকায় মিছিল করেন। এরপর বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের অগ্রগতি জানতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশ্যে রওনা করেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status