ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

যে কারণে ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, বুধবার

আগামী জুন থেকে পর্দা উঠছে নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপের। তবে আমেরিকায় হতে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যুগুলোতে নিষিদ্ধ থাকবেন ১৫ হাজারের বেশি আর্জেন্টাইন সমর্থক। সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে আমেরিকান দূতাবাসে একটি তালিকা জমা দেন দেশটির নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ। এই তালিকায় থাকা সবার পরিচয় তারা সহিংস ফুটবল সমর্থক।
বৃহৎ পরিসরে নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৪ই জুন, চলবে ১৩ই জুলাই পর্যন্ত। আমেরিকার ১২টি ভিন্ন ভিন্ন স্টেডিয়ামের মাঠে গড়াবে প্রতিযোগিতাটির ম্যাচগুলো। ৩২ দলের এই আসরে রয়েছে দুই আর্জেন্টাইন ঐতিহাসিক ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। এমনিতে এই দুই ফুটবল ক্লাবের ভক্তদের মধ্যে মারামারি-কাটাকাটির নজির কম নেই। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগেই সেসব সহিংস সমর্থকদের তালিকা জমা দিলেন দেশটির নিরাপত্তামন্ত্রী। আমেরিকান দূতাবাসের কাছে এই তালিকা হস্তান্তর করার কারণ জানিয়ে সংবাদমাধ্যমে বুলরিখ বলেন, ‘এই তালিকায় ১৫ হাজারের বেশি লোক আছে, যারা স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ থাকবেন। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার ভেন্যুগুলোতে অপরাধে জড়ানো কোনো উগ্র লোক যেনো এই আয়োজনে না থাকতে পারে।’ আর্জেন্টাইন স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ ব্যক্তিদের চিহ্নিত করতে ‘ট্রিবিউনা সেগুরা’ নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। একই পদ্ধতিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ সরকারের শুরুর থেকে ১৩২৮টি ম্যাচে আমরা ৪০ লাখের বেশি লোককে পর্যবেক্ষণ করেছ এই ট্রিবিউনা সেগুরার মাধ্যমে। এর মধ্যে আমরা ১১৬৬ জনকে চিহ্নিত করতে পেরেছি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে এবং আমরা ভেন্যুতে প্রবেশ ঠেকাতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি।’ 
আসন্ন ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্সের সঙ্গে ‘সি’ গ্রুপে আছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ, নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি ও পর্তুগিজ ক্লাব বেনফিকা। গ্রুপ ‘ই’ তে রিভার প্লেট প্রতিদ্বন্দ্বিতা করবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান, জাপানিজ ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস ও মেক্সিকান ক্লাব মন্টুরের।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status