খেলা
দুই দফায় টাইগাররা আরব আমিরাত যাবে আজ
স্পোর্টস রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবারসংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ দুই দফায় দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এক সপ্তাহের ক্যাম্প শেষে গতকাল বিশ্রাম নিয়েছেন ক্রিকেটাররা। আজ সকাল ও সন্ধ্যায় দুই দফায় ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন।
আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ই মে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামী ১৯ মে। দুই ম্যাচই হবে শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লিটন কুমার দাস এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন।
লিটনের নেতৃত্বে দলে আছেন নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, সৌম্য সরকার, তানজীদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, জাকের আলীরা।
এই সিরিজ শেষে বাংলাদেশ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে এখন টাইগারদের পাকিস্তান সফর অনিশ্চিত। পাকিস্তান সফরে না গেলে আগামী ২০শে মে আরব আমিরাত থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল।