ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, বুধবার
mzamin

গ্যারি কার্স্টেনের বিদায়ের প্রায় সাত মাস পর পূর্ণাঙ্গ মেয়াদে সাদা বলের নতুন কোচ পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। গ্রিন ক্যাপদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের খ্যাতিমান কোচ মাইক হেসন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল  আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। পিসিবি’র ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতেও এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। 
যদিও হেসনের সঙ্গে চুক্তির মেয়াদ নিয়ে কিছু পরিষ্কার করা হয়নি। পিসিবি’র বিবৃটিতে বলা হয়েছে, ‘শূন্য পদের জন্য জমা পড়া প্রচুর আবেদনপত্র পর্যালোচনার ভিত্তিতে হেসন এ পদে নিয়োগ পেলেন, যা গত এপ্রিলে পাকিস্তানের ছেলেদের নিউজিল্যান্ড সফরের পর থেকে খালি ছিল। কেনিয়া, নিউজিল্যান্ডসহ এর আগে বেশ কিছু জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন হেসন। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ।’ আগামী ২৬শে মে থেকে পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবেন ৫০ বছর বয়সী হেসন। নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাকভি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে সাদা বলের সংস্করণে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান কোচ মাইক হেসনকে নিয়োগ দেয়ার খবর জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলকে আরও ভালো করার ক্ষেত্রে সাফল্যময় অতীত এবং প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে হেসন যোগ দেবেন। আপনাকে দলে স্বাগতকম মাইক!’ ২০১২তে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান হেসন। তার অধীনে ছয় বছরের মধ্যে ২০১৫তে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালেও ওঠে কিউইরা। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
কোচের পদ শূন্য হওয়ার পর গত এপ্রিলে এই ভূমিকায় উঠে আসে হেসনের নাম। পিএসএলের পরিবর্তিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৫শে মার্চ। এর পরেরদিন জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন হেসন।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status