খেলা
ব্রাজিলে যেসব সুবিধা পাবেন কোচ আনচেলোত্তি
স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, বুধবার
সব জল্পনা-কল্পনা শেষ করে কার্লো আনচেলোত্তিকেই পেলো ব্রাজিল। সোমবার সেলেসাওদের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের একটি বিবৃতিতে এটি নিশ্চিত করে। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন ভূমিকায় আনচেলোত্তির আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আগামী ২৬শে মে। এই ইতালিয়ান কোচই ব্রাজিলের ইতিহাসে প্রথম দীর্ঘমেয়াদি কোনো বিদেশি কোচ। এই ভূমিকায় বেতন বোনাসের পাশাপাশি সিবিএফ থেকে আরও বেশ কিছু সুবিধাও পাবেন আনচেলোত্তি।
সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দলটিকে এখন থেকে নেতৃত্ব দেবেন বিশ্বের সফলতম কোচ। কার্লো আনচেলোত্তি, ঐতিহাসিক সব সাফল্যের সমার্থক। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ আজ (গতকাল) জাতীয় দলের নতুন কোচ হিসেবে তার নাম ঘোষণা করেছেন। তিনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন এবং আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকাতে থাকবেন।’ ব্রাজিলের সমৃদ্ধ ইতিহাসে প্রথম কোনো বিদেশি কোচ হতে যাচ্ছেন আনচেলোত্তি। এর আগে স্রেফ তিনজনকে দেখা গেছে এ ভূমিকায়। তাদের মধ্যে ১৯২৫-এ উরুগুয়ের র্যা মন প্লাতেরো ও ১০৪৪-এ পর্তুগালের জোরেকো ছিলেন সহকারী কোচের ভূমিকায়। আর ১৯৬৫তে একদিনের জন্য ব্রাজিলের কোচ ছিলেন আর্জেন্টাইন ফিলপো নুনেজ। আনচেলোত্তি থাকছেন অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। সেলেসাওদের কোচ হিসেবে নির্ধারিত বেতনের সঙ্গে আরও বেশ কিছু সুযোগ সুবিধাও পাবেন এই ৬৫ বছর বয়সী কোচ। ১৪ মাসের জন্য ব্রাজিলের দায়িত্ব নেয়া আনচেলোত্তি সিবিএফ থেকে বেতন হিসাবে প্রতি মাসে পাবেন প্রায় ৭ লাখ ডলার, যা কি না বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা। তার বাৎসরিক বেতন প্রায় ৮৮ লাখ ডলার, প্রায় ১০৬ কোটি টাকা। সঙ্গে বোনাস অর্থের ব্যবস্থাও আছে। আসন্ন বিশ্বকাপপে ব্রাজিল যদি হেক্সা পূরণ করতে পারে, সেক্ষেত্রে বেতনের পাশাপাশি বাড়তি প্রায় ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস পাবেন তিনি। এসবের বাইরেও আরও কিছু সুবিধা পাবেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বর্তমান এই কোচ। জানা গেছে, অল হোয়াইটদের ছেড়ে আসার পর রিও ডি জেনিরোতে চলে যাবেন আনচেলোত্তি। সেখানে তার জন্য যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ঠিক করা হয়েছে তার পুরো খরচাও বহন করবে ব্রাজিলের ফুটবল কতৃপক্ষ। আনচেলোত্তি ব্রাজিলে থাকলেও তার পরিবার-পরিজনরা থাকবে ইউরোপেই। এই দূরত্ব ঘোচাতে বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেটও পাবেন তিনি। সিবিএফের অর্থায়নে সেলেসাওদের কোচ হিসেবে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমারও সুযোগ পাবেন তিনি, থাকবে একটি জীবন বিমার সুবিধাও।
অন্যদিকে আনচেলোত্তির ব্রাজিল ভ্রমণ নিশ্চিত হলেও এখনও আনুষ্ঠানিকভাবে তাকে ছাড়ার ব্যাপারে কিছু জানায়নি রিয়াল মাদ্রিদ। জানা গেছে, স্প্যানিশ লা লিগার শেষ রাউন্ড পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন আনচেলোত্তি। আর স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মাসের ক্লাব বিশ্বকাপে লস ব্লাঙ্কোসরা খেলবে শাবি আলোনসোর অধীনে।