খেলা
আইপিএল ও পিএসএল আবার শুরু শনিবার
স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, বুধবারইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মতো পাকিস্তান সুপার লীগও (পিএসএল) পুনরায় শুরু হচ্ছে আগামী ১৭ই মে। ফাইনাল মাঠে গড়াবে ২৫শে মে। পরিবর্তিত সূচি কিংবা ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তার এক্স হ্যান্ডেলে পিএসএল পুনরায় শুরুর এবং ফাইনালের দিনক্ষণ জানিয়েছেন। অন্যদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, বাকি ৮ ম্যাচ পাকিস্তানের মাটিতেই হওয়ার সম্ভাবনা বেশি। ভারত-পাকিস্তানের যুদ্ধের মধ্যে স্থগিত হয়ে যায় দু’দেশেরই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। গত ৯ই মে স্থগিত করা হয় পিএসএল। সেদিন এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই পিসিবির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এরপর আরেকটি ঘোষণায় স্থগিত করা হয় পিএসএল। এর আগে একই দিনে স্থগিত করা হয় আইপিএলও। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী ১৭ই মে আইপিএল পুনরায় চালু করার ঘোষণা দেয়। গতকাল পিসিবি চেয়ারম্যানের থেকেও এসেছে একই ঘোষণা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাকভি লেখেন, ‘পিএসএলের দশম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে। ৬ দল, ভয়শূন্য, ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হন, যেটি শুরু হবে ১৭ই মে থেকে। ২৫শে মে গ্র্যান্ড ফাইনাল। সব দলের জন্য শুভকামনা।’ ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ ব্যাপারে দ্রুতই বিস্তারিত জানাবে পিসিবি। অন্যদিকে তাদের প্রতিবেদন বলছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর অনেক বিদেশি ক্রিকেটারদেরই এবারের পিএসএলে ফেরার সম্ভাবনা ক্ষীণ। যারা ফিরবেন, তাতে দলগুলোতে বিদেশি ক্রিকেটারদের ভারসাম্য না থাকার সম্ভাবনাই বেশি। এ সমস্যা নিরসনের লক্ষ্যে একটি বিকল্প ড্রাফট তৈরির কথাও ভাবছে পিসিবি। একই সমস্যায় পড়েছে ভারতও। অস্ট্রেলিয়ার বার্তা সংস্থা এএপির দাবি, অজি ক্রিকেটারেরা এ বছর আর আইপিএল খেলতে ভারতে ফিরতে চান না।