ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

সিংহাসনে নজর অলরাউন্ডার মিরাজের

স্পোর্টস রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবার
mzamin

 সর্বশেষ আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গড়েছেন নতুন এক কীর্তি। টেস্টে ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে ভারতে রবীন্দ্র জাদেজার ঠিক পেছনেই তালিকার দুই নম্বর পজিশনে উঠে এসেছেন মিরাজ। এ উপলক্ষে এবং টেস্টে ২০০ উইকেট আর ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় গতকাল মিরপুরে মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন। এ সময় গণমাধ্যমকে মিরাজ বলেন, ‘এটা অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। (অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে) এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে।’ এর আগে আইসিসি’র তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে একযোগে শীর্ষে থাকার কৃতিত্ব আছে সাকিব আল হাসানের। মিরাজ কতদূর যেতে চান, তার ৪০০ উইকেট আর ৫ হাজার রানের চিন্তা আছে কীনা সে বিষয়ে প্রশ্ন করা হলে মিরাজ বলেন, ‘লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। দিন শেষে অনেক লম্বা পথ যেতে হবে। আগে ফিট থাকতে হবে। ভালো খেলতে হবে। তবে ওইভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোট লক্ষ্য সামনে রেখে এগোনোর চেষ্টা করছি।’ এ সময় সমর্থকদেরকে উদ্দেশ্য করে মুচকি হেসে মিরাজ বলেন, ‘৪০০ উইকেট পেলে আপনারা আবার আসবেন’। মেহেদী মিরাজ এ পর্যন্ত খেলেছেন ৫৩ টেস্ট ম্যাচ। যেখানে তার রান ২০৬৮ এবং উইকেট সংখ্যা ২০৫। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের রবিন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪০০, সেখানে মাত্র ৭৩ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে অবস্থা করছেন মিরাজ। ওডিআই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও মিরাজ আছেন চার নম্বর পজিশনে। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মিরাজ। সে ম্যাচে জিম্বাবুয়ের উভয় ইনিংসে ৫ উইকেট নেন মিরাজ। ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও ফাইফারের দেখা পান ২৭ বছর বয়সী এ অফস্পিনার। এ ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন মিরাজ। 

টেইট জানে বাংলাদেশের জন্য কী করতে হবে
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার শন টেইটকে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনকে নিয়োগ দেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) কাজ করেছেন ৪২ বছর বয়সী এ কোচ। তার সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘সে (শন টেইট) জানে এখানে কী করতে হবে’। 

মিরাজ আরও বলেন, ‘শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যে বার বিপিএলে অধিনায়ক ছিলাম। চিটাগংয়ে সেবার তিনি কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।’

বাংলাদেশের দলের জন্য কতটুকু কার্যকর ভূমিকা পালন করবেন শন, সে প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। টেইট নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেয়া হয়েছে।’

টেইটের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি। এর আগেও  ২০২২ সালে সাবেক অজি পেসারের সঙ্গে কথা বলেছিল ক্রিকেট বোর্ড। সর্বশেষ বিপিএল শেষে তার সঙ্গে পেস বোলিং কোচের চুক্তি চূড়ান্ত করা হয়। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা আছে টেইটের। সাবেক অজি পেসার টেইট ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৫৯ ম্যাচ খেলেছেন।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status