খেলা
প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে হবে সিরিজ
পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, নতুন সূচি চূড়ান্ত
স্পোর্টস রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবার
ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সংশয় তৈরি হয়। এ নিয়ে কয়েক দফায় নিজেদের মধ্যে সভাও করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বিরতি আসায় সিরিজের জন্য নতুন করে সূচি চূড়ান্ত করে বিসিবিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের মাটিতে সম্ভব না হলে এই সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে হবে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫শে মে থেকে ফয়সালাবাদে দুই দেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা ছিল। ভারত-পাকিস্তানের মধ্যকার হামলা-পাল্টা হামলার কারণে পাকিস্তানে সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। এখন আগামী ১৭ই মে পুনরায় শুরু হতে যাওয়া পিএসএলের বাকি অংশ শেষ করে তারপর বাংলাদেশ সিরিজ আয়োজন করবে পিসিবি।
ফাইনালের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৫শে মে। নতুন সূচি অনুযায়ী দুই দিন পিছিয়ে ২৭শে মে থেকে এই সিরিজ শুরু করতে চায় পিসিবি।
সিরিজ শুরুর তারিখ পরিবর্তন হওয়ায় টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচগুলোও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ২৯শে মে। সিরিজের শেষ তিন ম্যাচের তারিখ যথাক্রমে ১, ৩ ও ৫ই জুন। সিরিজের তারিখ পরিবর্তনের মতো ভেন্যুতেও পরিবর্তন এনেছে পিসিবি। আগের সূচি অনুযায়ী সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ফয়সালাবাদ ও শেষ তিন ম্যাচে ভেন্যু ছিল লাহোর। নতুন সূচিতে প্রথম তিন ম্যাচ রাখা ফয়সালাবাদে রাখা হয়েছে এবং পরের দুই টি-টোয়েন্টির ভেন্যু লাহোর। আগামী ১৯শে মে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সিরিজ শেষ করে কবে নাগাদ লাল-সবুজের প্রতিনিধিরা পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১শে মে পাকিস্তানের মাটিতে পা রাখার কথা ছিল লিটন দাসের দলের। নতুন সূচী অনুযায়ী ২৩শে মে পাকিস্তান যেতে পারে টাইগাররা।