বাংলারজমিন
রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৬ মে ২০২৫, শুক্রবাররংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে নগরীর কামাল কাছনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ নজিরদহ গ্রামের মৃত ফরিজল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ১৯ জুলাই রংপুরে সংঘর্ষের ঘটনায় আহত শাহ আলম মিয়া নামে এক ব্যক্তি ১০ আগস্ট একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনকে ৬০নং আসামি উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর কামাল কাছনা খাঁনপট্টি গলির আমিন গার্ডেন বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে তোলা হয়েছে।